সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

শ্রী নীতিন গড়করি বলেছেন যে জাতীয় নগদীকরণ পরিকল্পনা এবং মাস্টার প্ল্যান " গতি শক্তি" সামগ্রিক পরিকাঠামো এবং সমন্বিত বিকাশের ক্ষেত্রে পরিচালিত করবে যাতে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে

Posted On: 31 AUG 2021 4:46PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১ আগস্ট, ২০২১

 

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি বলেছেন যে, জাতীয় নগদীকরণ কর্মসূচি বিকাশকারী এবং অর্থলগ্নি সংস্থা উভয়ের ক্ষেত্রেই নির্ভরযোগ্যতা ও আস্থা তৈরি করবে। কেননা এর ফলে চিহ্নিত প্রকল্পগুলি আরো ভালোভাবে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রী গডকড়ী "ট্রানসফর্মিং ইন্ডিয়াস মবিলিটি" শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, জাতীয় নগদীকরণ পরিকল্পনায় রাস্তার ক্ষেত্রে সবচেয়ে বেশি ২৬ শতাংশ শেয়ার রয়েছে। চার বছরে ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সরকার শীঘ্রই প্রধানমন্ত্রী জাতীয় মাস্টার প্ল্যান "গতি শক্তি" চালু করতে চলেছে। সামগ্রিক এবং সমন্বিত পরিকাঠামো উন্নয়নের জন্য ১০০ লক্ষ কোটি টাকারও বেশি এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে। এর ফলে বিশাল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

শ্রী গড়করি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী পাঁচ বছরে ভারতের ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হওয়ার জন্য একটি ভিশন নির্ধারণ করেছেন। সরকার দেশে বিশ্বমানের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

 

CG/ SB



(Release ID: 1750921) Visitor Counter : 162