জাহাজচলাচলমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভি ও চিদাম্বারানার বন্দর পার্সেল আকারের একটি জাহাজের ব্যবস্থাপনা করে একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে

Posted On: 31 AUG 2021 9:30AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১ আগস্ট, ২০২১

 

তামিলনাড়ুর ভি.ও. চিদাম্বারানার বন্দর কর্তৃপক্ষ পার্সেল আকারের একটি বড় জাহাজকে ব্যবস্থাপনা করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। সিঙ্গাপুরের জাহাজ 'এম ভি ইন্স আঙ্কারা' সংযুক্ত আরব আমিরশাহির মিনা সাকর বন্দর থেকে ৯৩,৭১৯ টন চুনাপাথর নিয়ে মেসার্স ছেটিনাদ সিমেন্টস'কে পাঠানো হয়েছিল। এর আগে ১৪ মে, ২০২১- কার্গো জাহাজ 'এম ভি বেসনস' ৯২,৯৩৫ টন কয়লা বহন করেছিল।

ভি.ও. চিদাম্বারানার বন্দরের মাধ্যমে কার্গো হ্যান্ডলিং ২০২১-২২ আর্থিক বছরে অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছে। এই বন্দরের মাধ্যমে ২০২১- এর জুলাই পর্যন্ত ১১.৩৩ মিলিয়ন টন কার্গো হ্যান্ডেল করেছে।

কন্টেইনার হ্যান্ডলিং এর ক্ষেত্রেও এই বন্দর উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

 

CG/SB


(Release ID: 1750915) Visitor Counter : 232