বিদ্যুৎমন্ত্রক
azadi ka amrit mahotsav

দুলহস্তি বিদ্যুৎ কেন্দ্র আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে আলোচনা সভার আয়োজন করে এবং স্বেচ্ছাসেবী সংস্থার হাতে অ্যাম্বুলেন্স তুলে দেয়

Posted On: 30 AUG 2021 9:23AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ আগস্ট, ২০২১

 

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার করপোরেশন লিমিটেডের  ম্যানেজিং ডিরেক্টর শ্রী অভয় কুমার সিং জম্মু-কাশ্মীরের দুলহস্তি জলবিদ্যুৎ কেন্দ্রে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। পরে একটি অ্যাম্বুলেন্স এক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয়। ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের অধীন দুলহস্তি বিদ্যুৎ কেন্দ্র আজাদী কা অমৃত মহোৎসবের আয়োজন করে।

এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ডক্টর জিতেন্দ্র সিং জাতির সেবায় এগিয়ে আসতে সকলকে উৎসাহিত করেন। কেন্দ্রীয় মন্ত্রী জম্বু-কাশ্মীরের কিশতওয়ার জেলাতে ন্যাশনাল হাইড্রো ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশনের নির্মীয়মান প্রকল্প গুলির কথা উল্লেখ করে বলেন, প্রকল্পগুলি রূপায়নের কাজ শেষ হলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটি পাওয়ার হাব সেখানে তৈরি হবে। এই প্রকল্প গুলি রূপায়নের পর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং এলাকার উন্নয়ন ঘটবে। কেন্দ্রীয় মন্ত্রী ন্যাশনাল হাইড্রো ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশনের কাজের প্রশংসা করেন।

অনুষ্ঠানে কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী অভয় কুমার সিং বলেন, আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে ন্যাশনাল হাইড্রো ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সামাজিক উন্নয়নমূলক কাজেও তারা অংশগ্রহণ করে। আজ একটি আধুনিক মানের এবং ভেন্টিলেটার যুক্ত অ্যাম্বুলেন্স সংস্থার পক্ষ থেকে সেবা ভারতী নামক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সেবা ভারতী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ডক্টর অনিল কুমার মানস ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান যে, এই অ্যাম্বুলেন্সটি পাওয়ার ফলে কিশতওয়ার এবং পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ উপকৃত হবেন।

 

CG/ SB


(Release ID: 1750518) Visitor Counter : 492