স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৬৩ কোটির মাইলফলক ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় ৬৩ লক্ষের বেশি টিকাকরণ
বর্তমানে সুস্থতার হার ৯৭.৫৩ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৮৩
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬৮ হাজার ৫৫৮, যা মোট আক্রান্তের ১.১৩ শতাংশ
দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.৫৭ শতাংশ, যা গত ৩৪ দিন ৩ শতাংশের নীচে

Posted On: 29 AUG 2021 9:53AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ আগস্ট, ২০২১
 

দেশে শনিবার মোট টিকাকরণের সংখ্যা ৬৩ কোটি ছাড়িয়েছে। একই ভাবে গত ২৪ ঘন্টায় ৭৩ লক্ষ ৮৫ হাজার ৮৬৬টি টিকার ডোজ দেওয়া হয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট ৬৩ কোটি ৯ লক্ষ ১৭ হাজার ৯২৭টি টিকার ডোজ দেওয়া হয়েছে।

আজ সকাল ৮-টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৩,৫৭,৩৩৫

দ্বিতীয় ডোজ

৮৩,৪৮,০৫৫

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

,৮৩,১৮,৬৪৪

দ্বিতীয় ডোজ

,৩০,৫৭,৮০৬

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

২৪,২২,৯০,৩৯৭

দ্বিতীয় ডোজ

,৬০,৬৫,৮২৫

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

১২,৮৯,৬৬,৬৭২

দ্বিতীয় ডোজ

,৩১,৫৪,৫৪২

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

,৬০,৯৫,৬৫৪

দ্বিতীয় ডোজ

,৪২,৬২,৯৯৭

মোট

৬৩,০৯,১৭,৯২৭


 

কেন্দ্রীয় সরকার সারা দেশে কোভিড-১৯ টিকাকরণের গতি ও পরিধি সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ।

দেশে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৩৫ হাজার ৮৪০ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৮ লক্ষ ৮৮ হাজার ৬৪২

একই ভাবে দেশে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.৫৩ শতাংশ।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলে দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা গত ৬৩ দিন ৫০ হাজারের নিচে রয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৮৩

দেশে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩ লক্ষ ৬৮ হাজার ৫৫৮। এরফলে দেশে মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের হার ১.১৩ শতাংশ।

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ১৭ লক্ষ ৫৫ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৫১ কোটি ৮৬ লক্ষ ৪২ হাজার ৯২৯

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ২.২৮ শতাংশ, যা গত ৬৫ দিন ৩ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.৫৭ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ৩৪ দিন ৩ শতাংশের নীচে রয়েছে এবং গত ৮৩ দিন ৫ শতাংশের নীচে।


CG/BD/AS/



(Release ID: 1750205) Visitor Counter : 178