পর্যটনমন্ত্রক

তিনদিনের বৃহৎ পর্যটন অনুষ্ঠানে “লাদাখ : নতুন সূচনা, নতুন লক্ষ্য” আগামীকাল লেহ্ –তে শুরু হচ্ছে

Posted On: 25 AUG 2021 12:28PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৫ আগস্ট, ২০২১

 

আগামীকাল লেহ্ –তে শুরু হচ্ছে তিনদিনের বৃহৎ পর্যটন অনুষ্ঠান “লাদাখ : নতুন সূচনা, নতুন লক্ষ্য”, চলবে ২৮ আগস্ট পর্যন্ত। এই অনুষ্ঠানে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর শ্রী রাধাকৃষ্ণ মাথুর এবং কেন্দ্রীয় পর্যটন, সংস্কৃতি ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি ভাষণ দেবেন। শ্রী রেড্ডি ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে লাদাখের জন্য একটি পর্যটন মূলক দৃষ্টিভঙ্গীর ওপর তথ্য উন্মোচন করা হবে। মূলত এই তথ্যে লাদাখ অঞ্চলের সার্বিক উন্নয়নের ওপর আলোকপাত করা হয়েছে। লাদাখের সাংসদ, পর্যটন মন্ত্রকের সচিব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রক লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের পর্যটন বিভাগের সঙ্গে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মূল লক্ষ্যই হলো লাদাখকে পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরা এবং ভ্রমণ প্রেমীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা। এই অনুষ্ঠানে পর্যটন ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষে মত বিনিময়ের জন্য এক প্ল্যাটফর্মও থাকছে। ভারতে পর্যটন ক্ষেত্রে সার্বিক উন্নয়নে অভ্যন্তরীণ পর্যটন সংস্থাগুলি গুরুত্বপূ্র্ণ ভূমিকা পালন করে থাকে। তাই পর্যটন মন্ত্রক দেশে পর্যটনের উন্নয়নে বিভিন্ন প্রচারমূলক কাজ চালিয়ে যাচ্ছে। মূলত পর্যটন গন্তব্য স্থলগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, উত্তরপূর্ব ও কেন্দ্রশাসিত অঞ্চল যেমন লাদাখ, জম্মু-র মতো জায়গাগুলিতে অভ্যন্তরীণ পর্যটনে বিকাশে গুরুত্ব দেওয়া হয়েছে। কোভিড মরামারীর জেরে সমগ্র বিশ্বেই এক অভূতপূর্ব প্রভাব পরে। বাদ যায়নি দেশের অভ্যন্তরীণ পর্যটন ক্ষেত্র। এই পর্যটন ক্ষেত্র বর্তমান পরিস্থিতিতে পুনরায় ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এর জন্য পর্যটন মন্ত্রক দেশীয় পর্যটন বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনদিনের এই অনুষ্ঠানে বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা, পর্যটন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা এবং একাধিক প্রতিনিধিদের ভাষণের ব্যবস্থা করা হয়েছে। 

 

CG/SS/SKD/



(Release ID: 1748961) Visitor Counter : 191