আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

আবাসন ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রকের সচিব 'সকলের জন্য আবাসন' শীর্ষক জাতীয় স্তরের সেমিনারে ভাষণ দিয়েছেন

Posted On: 19 AUG 2021 5:38PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ আগস্ট, ২০২১

শহরাঞ্চলে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলাতে সকলের জন্য মৌলিক সুযোগ-সুবিধা সহ সুলভে বাসস্থানের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন আবাসন ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রকের সচিব শ্রী দুর্গাশঙ্কর মিশ্র। তিনি বলেছেন, ২০৪৭-এর মধ্যে প্রধানমন্ত্রীর 'ভিজন ইন্ডিয়া' স্বপ্ন পূরণে সকলের জন্য সুলভে আবাসনের সুযোগ গড়ে তোলা অত্যন্ত জরুরী। 'সকলের জন্য আবাসন' শীর্ষক জাতীয় স্তরের এক সেমিনারে শ্রী মিশ্র বলেন, শহরাঞ্চলের শ্রমিক শ্রেণী ও প্রবাসী শ্রমিকদের চাহিদার বিষয়টিকে বিবেচনায় রেখে আমাদের মৌলিক সুযোগ-সুবিধা সম্পন্ন আবাসন গড়ে তুলতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে শহরাঞ্চলে যাতে আর কোন বস্তির অস্তিত্ব না থাকে তা সুনিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, শহরাঞ্চলের সৌন্দর্যায়নের পাশাপাশি ২০৪৭-এর মধ্যে প্রধানমন্ত্রীর 'ভিজন ইন্ডিয়া' স্বপ্নকে বাস্তবায়িত করতে উদ্যোগ নিতে হবে।
নতুন দিল্লির স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সেমিনার আয়োজন করা হয়। সকলের জন্য আবাসনের লক্ষ্য পূরণে বিশ্বের বৃহত্তম সুলভ আবাসন কর্মসূচি প্রধানমন্ত্রী আবাস যোজনা - শহরাঞ্চল উদ্যোগের আওতায় এক অভিনব 'আবাস পর সংবাদ' গ্রহণ করা হয়েছে। ২০২২-সালের মধ্যে সকলের জন্য আবাসনের স্বপ্ন পূরণে একাধিক সেমিনার ও কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
মন্ত্রকের সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চল কর্মসূচিতে সারা দেশে দরিদ্র ও শ্রমজীবী মানুষকে সমস্ত মৌলিক সুযোগ-সুবিধা সম্পন্ন নিজ মালিকানাধীন বাড়ির সংস্থান করে দেওয়া হচ্ছে। সারা দেশে সরকার এমন এক অনুকূল বাতাবরণ গড়ে তুলেছে যাতে সাধারণ মানুষ ভদ্রস্থ ভাবে মর্যাদা নিয়ে জীবন-যাপন করতে পারেন। তিনি বলেন, শহরাঞ্চলের রূপান্তর নিঃসন্দেহে এক বড় চ্যালেঞ্জ। তাই আমরা যখন সকলের জন্য আবাসনের লক্ষ্য পূরণে সক্ষম হব, তখন তা নতুন ভারতের সূচনা হয়ে উঠবে।
শ্রী মিশ্র আরও বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় শহরাঞ্চলে ৮৫ লক্ষের বেশি বাড়ি তৈরি হয়েছে এবং সুফলভোগীরা ইতিমধ্যেই ৫০ লক্ষের বেশি বাড়িতে বসবাস শুরু করেছেন। এই কর্মসূচির আওতায় ১ কোটি ১৩ লক্ষের বেশি গৃহ নির্মাণের যে লক্ষ্য ধার্য হয়েছে, তা পূরণ করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। তিনি আরও জানান, গৃহ নির্মাণে ভবিষ্যতে বিশ্বের সেরা প্রযুক্তি কাজে লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে গ্লোবাল হাউজিং টেকনলোজি - ইন্ডিয়া কর্মসূচি শুরু হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চল কর্মসূচির সাফল্য সম্পর্কে শ্রী মিশ্র জানান, এই অঞ্চলের রাজ্যগুলিতে ১ লক্ষের বেশি সুলভ আবাসন তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই ত্রিপুরাতে ৫০ শতাংশ এবং আসামে ২৩ শতাংশ আবাসনের কাজ শেষ হয়েছে।
জাতীয় স্তরের এই সেমিনারে মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রী সুরেন্দ্র কুমার বাগডে সহ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

CG/BD/AS



(Release ID: 1747504) Visitor Counter : 185