শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্র রপ্তানিকৃত সামগ্রীর ওপর শুল্ক ও কর হ্রাস সংক্রান্ত কর্মসূচির নীতি-নির্দেশিকা এবং নতুন কর হার প্রকাশ করেছে

এই কর্মসূচির ফলে রপ্তানি এবং প্রতিযোগিতা বৃদ্ধি পাবে

Posted On: 17 AUG 2021 4:16PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ আগস্ট, ২০২১

কেন্দ্রীয় সরকরার রপ্তানিকৃত সামগ্রীর ওপর শুল্ক ও কর হ্রাস সম্পর্কিত কর্মসূচিটির নীতি-নির্দেশিকা এবং নতুন কর হার প্রকাশ করেছে। এই কর্মসূচির ফলে বিশ্ব বাজারে দেশীয় সামগ্রীর রপ্তানি ও প্রতিযোগিতা বাড়বে। কর্মসূচির আওতায় ৮,৫৫৫টি ক্ষেত্রে মাশুল হার স্থির হয়েছে।
উল্লেখ করা যেতে পারে, দেশীয় শিল্প সংস্থাগুলিকে সবরকম সাহায্য দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী করে তুলতে সরকারের প্রচেষ্টায় কোন ঘাটতি নেই। রপ্তানি-কেন্দ্রিক শিল্প সংস্থাগুলির সংস্কার করা হচ্ছে, যাতে উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করে বিশ্ব বাজারে টিকে থাকতে সক্ষম করে তোলা যায়। একই সঙ্গে রপ্তানির পরিমাণ বৃদ্ধি, কর্মসংস্থান এবং সমগ্র অর্থ ব্যবস্থায় অবদান আরও বাড়ানোর ওপর অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকারের এই উদ্যোগ আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্ন পূরণে সুদূরপ্রসারী ভূমিকা নেবে।
রপ্তানিকৃত সামগ্রীর ওপর শুল্ক ও কর হ্রাস এমন একটি সংস্কারমূলক পদক্ষেপ, যা সারা বিশ্বে স্বীকৃত নীতিগুলির ওপর ভিত্তি করে পরিচালিত হয়। কর ছাড়ের এই ব্যবস্থা রপ্তানিকৃত সামগ্রীগুলির ওপর কর ও শুল্ক ছাড়ের সুবিধা দিয়ে থাকে। এর ফলে, রপ্তানিকারীদের ওপর বিভিন্ন কর ও শুল্কের বোঝা হ্রাস পায়। উল্লেখ করা যেতে পারে, এই কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয়, রাজ্য ও স্থানীয় পর্যায়ে রপ্তানিকৃত সামগ্রীর ওপর যে কর বা মাশুল বা শুল্ক আরোপিত হয়, তা থেকে রপ্তানিকারীদের রেহাই দেওয়া হবে। রপ্তানিকৃত সামগ্রী বন্টনের ক্ষেত্রে এধরণের প্রযোজ্য পরোক্ষ কর বা শুল্ক বা মাশুল থেকে ছাড় মিলবে। আরও উল্লেখ করা প্রয়োজন, রপ্তানিকৃত সামগ্রীর ওপর কর ও শুল্ক ছাড় সংক্রান্ত কর্মসূচির আওতায় ছাড় সুবিধা তখনই মিলবে, যখন অন্যান্য শুল্ক বা কর বিধি ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট রপ্তানিকৃত সামগ্রীর ক্ষেত্রে ছাড়ের সুবিধা পাওয়া যায় না।
বস্ত্র মন্ত্রকের এই কর্মসূচির আওতায় যে সমস্ত বস্ত্র ও তৈরি পোশাকের ক্ষেত্রে ছাড় সুবিধা দেওয়া হয়, তার পাশাপাশি আরও ৮,৫৫৫টি মাশুলের ক্ষেত্রে নতুন হার স্থির হয়েছে। এই কর্মসূচির সুবিধা কর্মসংস্থানমুখী কৃষি, চর্ম, রত্নালঙ্কার প্রভৃতি ক্ষেত্রেও পাওয়া যাবে। এমনকি, মোটর গাড়ি, প্লাস্টিক, ইলেক্ট্রিক্যাল বা ইলেক্ট্রনিক্স যন্ত্রাংশ প্রভৃতি ক্ষেত্রেও কর্মসূচির সুবিধা মিলবে।
 
CG/BD/AS


(Release ID: 1746915) Visitor Counter : 309