বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
সরকারের সংগৃহীত ভূ-স্থানিক তথ্য ভারতের বিভিন্ন সংগঠন এবং নাগরিকদের কাছে বিনামূল্যে ও সহজে পৌঁছে দেবার জন্য অনলাইন অ্যাপ্লিকেশনের উদ্বোধন
प्रविष्टि तिथि:
17 AUG 2021 4:51PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৭ই আগস্ট, ২০২১
সার্ভে অফ ইন্ডিয়ার ভূ-স্থানিক তথ্য সম্পর্কে জানানোর পোর্টাল, সারথী: ওয়েব জিআইএস অ্যাপ্লিকেশন এবং ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থেমাটিক ম্যাপিং অর্গানাইজেশন (নাটমো) –র মানচিত্রণ এন্টারপ্রাইজ জিও পোর্টালের আজ উদ্বোধন হয়েছে। এর ফলে সরকারের সংগৃহীত বিভিন্ন ভূ-স্থানিক তথ্য দেশের নানান সংগঠন এবং নাগরিকরা বিনামূল্য সহজেই পাবেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব অধ্যাপক আশুতোষ শর্মা এই অ্যাপ্লিকেশনগুলির উদ্বোধন করেন। সার্ভে অফ ইন্ডিয়ার সার্ভেয়ার জেনারেল শ্রী নবীন তোমর জানান, সারথী ওয়েব জিআইএস –এর মাধ্যমে স্বামীত্ব প্রকল্পে সুবিধা হবে। এই প্রকল্পে গ্রামাঞ্চলে উন্নত প্রযুক্তির মাধ্যমে সার্ভে এবং মানচিত্র তৈরির কাজ করা হয়। সারথী একটি ওয়েব ভূ-স্থানিক তথ্য ব্যবস্থাপনা, যেখানে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারেন এবং সেগুলির মূল্যায়ন করতে পারেন। এই পোর্টালে মাধ্যমে আঞ্চলিক ভাষাও তথ্য পাওয়া সম্ভব। নতুন ভূ-স্থানিক নীতি ফেব্রুয়ারী মাসে কার্যকর হওয়ায় সার্ভে এবং মানচিত্রের বিষয়ে সমস্ত পুরোনো নীতি বাতিল হয়ে যায়। ভূ-স্থানিক তথ্য সংক্রান্ত পোর্টালটির সাহায্যে সরকারী এবং বেসরকারী সংস্থাগুলি বিভিন্ন তথ্য পাবে। এই পোর্টালের মাধ্যমে রেলের মানচিত্র, প্রশাসনিক মানচিত্র, সড়ক মানচিত্র সহ দেশের বিভিন্ন মানচিত্র সহজেই যে কেউ দেখতে পারবেন।
নাটমোর নির্দেশক ড. তপতী বন্দ্যোপাধ্যায় মানচিত্রণ সম্পর্কে বলেন, ছাত্রছাত্রী, গবেষক, শিল্প সংস্থা,নীতি নির্ধারক এবং প্রশাসকরা এই ভূ-স্থানিক ব্যবস্থাপনা থেকে উপকৃত হবেন। ব্যবহারকারীরা বিভিন্ন মানচিত্র এবং ভূ-স্থানিক তথ্য ভান্ডার সহজেই ডাউনলোড করতে পারবেন এবং এখানে প্রয়োজনীয় পরামর্শ জানানোর সুবিধে রয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই ব্য়বস্থাপনা গড়ে তোলা হয়েছে।
CG/CB/SFS
(रिलीज़ आईडी: 1746912)
आगंतुक पटल : 322