প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

উইং কম্যান্ডার বরুণ সিং-কে শৌর্য চক্র প্রদান করলেন রাষ্ট্রপতি

प्रविष्टि तिथि: 15 AUG 2021 9:00AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ আগস্ট, ২০২১

উইং কম্যান্ডার বরুণ সিং লাইট কম্ব্যাট এয়ারক্রাফ্ট বা হাল্কা ওজন বিশিষ্ট একটি যুদ্ধ বিমান স্কোয়াড্রনের পাইলট। একবার প্রশিক্ষণ পর্ব চলাকালীন মাঝ আকাশে ককপিটে বসে থাকার সময় তিনি বিমানের মধ্যে কিছু যান্ত্রিক গোলোযোগ হয়েছে বলে সন্দেহ করেন। অবিলম্বে তিনি তা সঠিক ভাবে চিহ্নিত করে যান্ত্রিক গোলোযোগ মেরামতের চেষ্টা শুরু করেন। এজন্য তিনি বিমানটির উচ্চতা খানিকটা কমিয়ে আনেন। কিন্তু মাঝ আকাশে বিমানের উচ্চতা নামিয়ে আনার সময় দুর্ভাগ্যজনক ভাবে নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হয়ে যায়। এর ফলে, বিমানের যাবতীয় নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যায়। এরকম এক দুঃসহনীয় অভূতপূর্ব পরিস্থিতির তিনি কখনো মুখোমুখি হননি। স্বাভাবিক ভাবে এই ঘটনায় উইং কম্যান্ডার বরুণ সিং দৈহিক ও মানসিক দিক থেকে অত্যন্ত চাপের মুখে পড়েন। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে, তাঁর প্রাণসংশয় পর্যন্ত দেখা দেয়। কিন্তু তিনি মানসিক ভাবে ভেঙে না পড়ে দৃষ্টান্তমূলক মনোবলের পরিচয় দিয়ে বিমানটির নিয়ন্ত্রণ পুনরায় ফিরিয়ে আনেন। এরপর, আরও একবার হঠাৎ করেই প্রায় ১০ হাজার ফুট উচ্চতায় বিমানটিতে পুনরায় গোলোযোগ দেখা দেয়৬। এরকম এক পরিস্থিতিতে যে কোন পাইলট নিরাপদে ককপিট থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। কিন্তু উইং কম্যান্ডার বরুণ সিং তা না করে প্রাণ হাতে নিয়ে বিমানটিকে আরও একবার নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং নিরাপদে অবতরণ করেন। তিনি অত্যন্ত সন্তর্পণে ও ঝুঁকির হিসেব করে কর্তব্য পালনে অবিচল থাকেন। তাঁর এই দক্ষতা ও পারদর্শিতার ফলে জাতীয় সম্পত্তির পাশাপাশি জীবন ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়।
উইং কম্যান্ডার বরুণ সিং-এর এই অসামান্য সাহসিকতার স্বীকৃতি হিসেবে তাঁকে শৌর্য চক্র প্রদান করা হয়েছে।

CG/BD/AS


(रिलीज़ आईडी: 1746099) आगंतुक पटल : 262
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Tamil , Telugu