প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

স্কোয়াড্রন লিডার দীপক মহননকে বায়ু সেনা পদক প্রদান করলেন রাষ্ট্রপতি

Posted On: 15 AUG 2021 9:00AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ আগস্ট, ২০২১

স্কোয়াড্রন লিডার দীপক মহনন ২০১৭-র এপ্রিল থেকে উপকূলরক্ষী বাহিনীর একটি স্কোয়াড্রনের দায়িত্বে রয়েছেন। একটি চিতক হেলিকপ্টারের ক্যাপ্টেন হিসেবে স্কোয়াড্রন লিডার মহনন ২০২০-র ৪ সেপ্টেম্বর অসাধারণ সাহসিকতা ও পেশাদারি দক্ষতার নিদর্শন পেশ করেন। অপরিশোধিত তেলবাহী একটি বৃহৎ আকারের জাহাজে অগ্নিকান্ড ও বিস্ফোরণের ঘটনায় ক্ষয়-ক্ষতি নিরুপণের জন্য তিনি হেলিকপ্টারে করে শ্রীলঙ্কার পূর্ব উপকূল লাগোয়া অঞ্চলে পৌঁছান। জাহাজে ওই অগ্নিকান্ডের ঘটনার সময় থেকে পরবর্তী ৭ দিন তিনি ১২ বার ঘটনাস্থলে যান এবং পরিস্থিতির ওপর নজর রাখেন। এরকম নজরদারির সময় তিনি একদিন লক্ষ্য করেন জাহাজটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। কিন্তু ঘটনাস্থলে ব্যাপক অগ্নিকান্ডের দরুণ ধোঁয়া ছড়িয়ে পড়ায় দৃশ্যমানতা কমে যায়। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে থাকে। এইরকম প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে তিনি নিজের কর্তব্য পালন করে যান। তাঁর বিচক্ষণতা ও পেশাদারি দক্ষতার ফলেই জাহাজটির পুরো অংশে আগুন ছড়িয়ে পড়া প্রতিহত করা যায় এবং বিপুল পরিমাণ অশোধিত তেল সমুদ্রের জলে ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়। আন্তর্জাতিক জলসীমানায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একজন আধিকারিকের এই প্রচেষ্টা সর্বস্তরে স্বীকৃতি পায়।
প্রতিকূল পরিস্থিতি সত্বেও স্কোয়াড্রন লিডার দীপক মহননের কর্তব্যের প্রতি নিষ্ঠা ও পারদর্শিতার স্বীকৃতি স্বরূপ বায়ুসেনা পদক দিয়ে তাঁকে সম্মানিত করা হয়েছে।
 
CG/BD/AS


(Release ID: 1746097) Visitor Counter : 178