প্রতিরক্ষামন্ত্রক

“আজাদি কা অমৃত মহোৎসব”

হিন্দন বিমান বাহিনী ঘাঁটিতে ভারতীয়ের সাহসিকতা পুরস্কারের সম্মান সূচক অনুষ্ঠান

Posted On: 14 AUG 2021 5:11PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৪  আগস্ট, ২০২১

“আজাদি কা অমৃত মহোৎসব” এর বিষয় ভাবনার আওতায় দেশের স্বাধীনতার ৭৫তম দিবস উদযাপনের প্রাক্কালে হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে সাহসিকতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি এবং তাদের পরিবারকে সম্মান জানাতে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অশোক চক্র সেনা মেডেল পুরস্কার প্রাপ্ত প্রয়াত মেজর মোহিত শর্মা'র পরিবারের সদস্য এবং বীরচক্র পুরস্কার প্রাপ্ত কর্নেল তেজেন্দ্র পাল ত্যাগী'কে সম্মান জানানো হয়।
প্রয়াত মেজর মোহিত শর্মা'র পিতা - মাতা শ্রী রাজেন্দ্র প্রসাদ শর্মা ও সুশীলা শর্মা এবং কর্নেল তেজেন্দ্র পাল ত্যাগী ও তাঁর স্ত্রী এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হিন্দন বিমান বাহিনী ঘাঁটির এয়ার অফিসার কম্যান্ডিং, এয়ার কমোডর মণীশ কুমার গুপ্ত অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের সম্মান জানান। জিএপি পোর্টালে নাম নথিভুক্ত করা শিক্ষার্থীদের এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানানো হয়েছিল।
এই সম্মান পেয়ে যথেষ্টই গর্ববোধ করেন তাঁরা। জম্মু-কাশ্মীরে কুপওয়ারা জেলায় ২০০৯ সালে জঙ্গী দমন অভিযান এবং ১৯৭১-এর যুদ্ধের বিষয়ের ওপর একটি ভিডিও ক্লিপ উপস্থিত দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। উল্লেখ্য ১৯৭১এর যুদ্ধে অংশগ্রহণকারী কর্নেল টি পি ত্যাগী তাঁর যুদ্ধের অভিজ্ঞতার কথা উপস্থিত দর্শকদের সঙ্গে ভাগ করে নেন।

CG/SS/NS



(Release ID: 1745951) Visitor Counter : 130