ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
আধাসামরিক বাহিনীর জন্য কেভিআইসি ১.৯১ খাদির মাদুর সরবরাহ করবে
Posted On:
13 AUG 2021 3:34PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ অগাস্ট, ২০২১
খাদি ও গ্রামীণ শিল্পোদ্যোগ কমিশন (কেভিআইসি) আধাসামরিক বাহিনীর জন্য ১০ কোটি টাকা মূল্যের ১.৯১ লক্ষ খাদি তুলোর মাদুর সরবরাহের বরাত পেয়েছে । ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) থেকে এই বরাত পাওয়া গেছে । চলতি বছরের ৬ জানুয়ারী এই বরাতের বিষয়ে কেভিআইসি এবং আইটিবিপি-র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ।
স্বরাষ্ট্র মন্ত্রী কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে স্বদেশী জিনিস ব্যবহারের বিষয়ে উৎসাহ যোগানোর পর বাহিনীতে স্বদেশী পণ্য ব্যবহারের বিষয়ে নির্দেশ দেওয়া হয় । সেই অনুসারে কেভিআইসি ১.৯ মিটার দীর্ঘ এবং ১.০৭ মিটার চওড়া নীল রঙের মাদুর সরবরাহ করবে। এই তুলোর মাদুর উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং পাঞ্জাবে খাদি প্রতিষ্ঠানে উৎপাদিত হবে । এই বরাত পাওয়ার ফলে খাদিতে অতিরিক্ত ১.৭৫ লক্ষ কর্মদিবস তৈরি হয়েছে । এই প্রথম কেভিআইসি আধাসামরিক বাহিনীতে এই ধরণের সামগ্রী সরবরাহ করছে ।
১.৯১ লক্ষ মাদুরের মধ্যে আইটিবিপি-কে ৫১ হাজার, বিএসএফ-কে ৫৯,৫০০, সিআইএসএফ-কে ৪২,৭০০ এবং এসএসবি-কে ৩৭,৭০০ টি সরবরাহ করা হবে । চলতি বছরের নভেম্বরের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে ।
কেভিআইসি-র চেয়ারম্যান শ্রী বিনয় কুমার সাক্সেনা জানিয়েছেন, আইটিবিপি-র এই বরাত পাওয়ার ফলে কেভিআইসি-তে অতিরিক্ত কর্মদিবস সৃষ্টি হওয়ার পাশাপাশি খাদির জনপ্রিয়তাও প্রসার লাভ করেছে । তিনি বলেন, কেভিআইসি নিয়মিত ভাবে বাহিনীতে প্রচুর পরিমাণে কাচ্চিঘানি সরষের তেল সরবরাহ করা হচ্ছে ।
CG/SS/RAB
(Release ID: 1745625)
Visitor Counter : 166