নারীওশিশুবিকাশমন্ত্রক

জাতীয় মহিলা কমিশন করোনা প্রতিষেধক টিকা দেওয়ার ক্ষেত্রে লিঙ্গ ব্যবধান বন্ধ করতে রাজ্যের মুখ্যসচিবদের ব্যবস্থা নিতে অনুরোধ করেছে

Posted On: 13 AUG 2021 2:08PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ আগস্ট, ২০২১

 

জাতীয় মহিলা কমিশন, সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টের ভিত্তিতে করোনা প্রতিষেধক টিকা দানের ক্ষেত্রে লিঙ্গ ব্যবধান দূর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবের কাছে আবেদন জানিয়েছে। ওই রিপোর্টে মহিলাদের মধ্যে করোনা প্রতিষেধক টিকা কম পরিমাণে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। করোনা প্রতিষেধক টিকাদান অভিযানে মহিলারা যাতে পিছিয়ে না পড়েন সেজন্য রাজ্যের মুখ্যসচিবদের তদারকি করতে বলা হয়েছে। টিকা দানের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য গভীর উদ্বেগের বিষয় বলে কমিশন মনে করে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি রেখা শর্মা এক চিঠিতে উল্লেখ করেছেন যে, টিকা নেওয়ার জন্য টিকা গ্রহণ কেন্দ্রে আসা মহিলাদের অনুপাত বাড়ানো প্রয়োজন। যাতে টিকাদান কর্মসূচিতে লিঙ্গ ব্যবধান না থাকে।

ওই চিঠিতে আরো বলা হয়েছে যে, জনস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তোলার প্রয়োজন রয়েছে। এজন্য অধিক সংখ্যক মহিলাকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার দরকার। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের  ওই চিঠির প্রতিলিপি সমস্ত রাজ্যের স্বাস্থ্য সচিবের কাছেও পাঠানো হয়েছে।

সংবাদ মাধ্যমে প্রচারিত ওই রিপোর্টে তুলে ধরা হয়েছে যে, করোনা প্রতিষেধক টিকাদান তরুণীদের তুলনায় বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য ভাবে বেশি। সুতরাং এর মাধ্যমে লিঙ্গ ব্যবধান প্রতিফলিত হচ্ছে।

মহিলা কমিশনের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, পুরুষের তুলনায় মহিলাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তেমনভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে না। এর কারণ হিসেবে ভাবা হচ্ছে যে, মহিলারা ঘরে থাকেন এবং পুরুষরা ঘরের বাইরে বের হন। সেজন্য পুরুষদের টিকা দেওয়ার সর্বাগ্রে প্রয়োজন। কিন্তু, কোন পরিবারে করোনা সংক্রমণের ঘটনা ঘটলে তখন মহিলারাও বাদ যাবেন না। কেননা পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে যত্ন নেওয়ার জন্য মহিলারাই প্রাথমিক পরিচর্যা করেন। সেজন্য মহিলাদের সংক্রমিত হওয়ার প্রবণতা বেশি থাকে।

জাতীয় মহিলা কমিশন জানিয়েছে যে, কেন্দ্রীয় সরকার দেশের প্রতিটি স্থানে করোনা প্রতিশোধক টিকা পৌঁছে দিচ্ছে। সমস্ত শ্রেনীর মানুষ যাতে এই টিকা নেওয়ার সুযোগ পায় সেজন্য নিয়মিতভাবে প্রচারাভিযান চালানো হচ্ছে। টিকা নিয়ে গুজব এবং অসত্য তথ্য পরিবেশন করতে সরকার প্রচার চালাচ্ছে।

 

CG/ SB



(Release ID: 1745489) Visitor Counter : 260