প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় নৌবাহিনী এবং সৌদি আরবের নৌবাহিনীর মধ্যে মেডেন আল-মোহেদ এবং আল হিন্দি অনুশীলনের প্রারম্ভে বৈঠক
प्रविष्टि तिथि:
12 AUG 2021 2:10PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ আগস্ট, ২০২১
সৌদি আরব সফরে গিয়ে গত ১০ আগষ্ট ভারতীয় নৌবাহিনীর ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ওয়েস্টার্ন ফ্লিটের রিয়ার এডমিরাল অজয় কোচার সৌদি নৌবাহিনীর ইস্টার্ন ফিল্টের রিয়ার এডমিরাল মজিদ আল কাহতানির সঙ্গে মিলিত হন। সৌদি ইস্টার্ন ফ্লিটের সদর দপ্তর রাজা আব্দুল আজিজ ন্যাভাল বেস-এ এই সাক্ষাৎকার হয়। ভারতীয় নৌবাহিনীর ফ্ল্যাগ অফিসার পরে রাজা ফাহাদ ন্যাভাল একাডেমিতে গিয়ে কমান্ড্যান্ট রিয়ার এডমিরাল ফৈজাল বিন ফাদ আল ঘুফৈলির সঙ্গেও সাক্ষাৎ করেন।
সৌদি আরবে নিযুক্ত ভারতীয় দুধ ডক্টর আওসাফ সৈয়দ আল-জুবেইলে এগিয়ে আইএনএস কচি জাহাজটি পরিদর্শন করে পরে এক সাংবাদিক বৈঠকে মিলিত হন।
পরবর্তীকালে ভারতীয় নৌবাহিনীর আধিকারিকরা সৌদি আরব নৌবাহিনীর আধিকারিকের সঙ্গে বৈঠকে মিলিত হন। দু'দেশের মধ্যে নৌ পর্যায়ের অনুশীলনী নিয়ে আলোচনা হয়।
CG/ SB
(रिलीज़ आईडी: 1745350)
आगंतुक पटल : 255