স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
৫২ কোটিরও বেশি কোভিড-১৯ টিকার ডোজ দিয়ে ভারত এক উল্লেখযোগ্য মাইল ফলক লাভ করেছে
Posted On:
12 AUG 2021 10:11AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ আগস্ট, ২০২১
আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী ৫৯ লক্ষ ৯৭ হাজার ৬৮টি টিকাকরণ পর্বের মাধ্যমে দেশে এপর্যন্ত ৫২ কোটি ৩৬ লক্ষ ৭১ হাজার ১৯টি টিকার ডোজ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টায় ৪৪ লক্ষ ১৯ হাজার ৬২৭টি ডোজ দেওয়া হয়েছে।
কোভিড-১৯ সার্বিক টিকাকরণের নতুন পর্যায় শুরু হয়েছে চলতি বছরের ২১ জুন থেকে। কেন্দ্রীয় সরকার দেশব্যাপী কোভিড-১৯ টিকাকরণের পরিধি বিস্তারে এবং এক্ষেত্রে গতি আনতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশে এপর্যন্ত করোনায় আরোগ্যের হার ৯৭.৪৫ শতাংশ, যা মহামারী শুরু হওয়ার পর থেকে এখনও অবধি সর্বাধিক। দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ১২ লক্ষ ৬০ হাজার ৫০ জন। ২৪ ঘণ্টায় আরোগ্য লাভ করেছেন ৩৯ হাজার ৬৯ জন। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৯৫ জন। এই নিয়ে টানা ৪৬ দিন দৈনিক সংক্রমণের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে। দেশে এখন চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৯৮৭ জন। এখন অ্যাকটিভ রোগীর হার ১.২১ শতাংশ। ২৪ ঘণ্টায় ২১ লক্ষ ২৪ হাজার ৯৫৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এপর্যন্ত ৪৮ কোটি ৭৩ লক্ষ ৭০ হাজার ১৯৬টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন দেশে সাপ্তাহিক সংক্রমণের হার কমে ২.২৩ শতাংশ হয়েছে। এমনকি দৈনিক সংক্রমণের হারও কমে ১.৯৪ শতাংশে দাঁড়িয়েছে।
CG/SS/SKD
(Release ID: 1745212)
Visitor Counter : 199