পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
দেশে এলপিজি গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৯.১১ কোটি হয়েছে
Posted On:
11 AUG 2021 2:32PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ অগাস্ট, ২০২১
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী শ্রী রমেশ্বর তেলি জানিয়েছেন, দেশে চলতি বছরের পয়লা জুলাই পর্যন্ত এলপিজি গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৯.১১ কোটি হয়েছে । তিনি জানিয়েছেন, ২০১৬ সালে দেশে এলপিজি গ্রাহকের সংখ্যা ছিল ১৬.৬২ কোটি । কিন্তু তারপরে এই সংখ্যা আরও বৃদ্ধি পায় । 'পাহল প্রকল্প'এ এলপিজি গ্রাহকরা যুক্ত হওয়ায় নানান সুযোগ-সুবিধা পাচ্ছেন।এলপিজি-র ভর্তুকি প্রদান একটি স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা। দেশের মোট ২৯.১১ কোটি এলপিজি গ্রাহকের মধ্যে পশ্চিমবঙ্গে গ্রাহকের সংখ্যা ২২৯.২ লক্ষ ।
CG/SS/RAB
(Release ID: 1744960)