পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

সরকার সোনালী চতুর্ভুজ জাতীয় মহাসড়ক, পূর্ব-পশ্চিম মহাসড়ক, উত্তর-দক্ষিণ মহাসড়ক, প্রধান খনি অঞ্চলে তরল প্রাকৃতিক গ্যাস স্টেশন স্থাপনের জন্য উদ্যোগ নিয়েছে

Posted On: 11 AUG 2021 2:34PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ অগাস্ট, ২০২১

সরকার সোনালী চতুর্ভুজ জাতীয় মহাসড়ক, পূর্ব-পশ্চিম মহাসড়ক, উত্তর-দক্ষিণ মহাসড়ক, প্রধান খনি অঞ্চলে তরল প্রাকৃতিক গ্যাস স্টেশন স্থাপনের জন্য উদ্যোগ নিয়েছে । রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী শ্রী রমেশ্বর তেলি । প্রথম পর্যায়ে ৫০টি এলএনজি স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে । এর ফলে সমাজে পরিবেশগত সুবিধা মেলার পাশাপাশি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে অংশিদারিত্ব বৃদ্ধি পাবে এবং পরিবহণ জ্বালানিতে সহায়তা করবে ।

CG/SS/RAB


(Release ID: 1744958) Visitor Counter : 206