প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় সেনা দলের তেহরামশেহর হিমবাহের পাঁচটি ভার্জিন শৃঙ্গে স্কেলিংয়ের চেষ্টা
Posted On:
11 AUG 2021 4:25PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ আগস্ট, ২০২১
সিয়াচেন হিমবাহের নিকটবর্তী তেরামশেহর হিমবাহ অবস্থিত পাঁচটি ভার্জিন শৃঙ্গে একসঙ্গে অভিযান চালানোর জন্য গত ৯ আগস্ট সিয়াচেন বেস ক্যাম্প থেকে ফায়ার এন্ড ফিউরি কর্পস-এর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আকাশ কৌশিক পতাকা নাড়িয়ে যাত্রা শুরু করান।
ভারতীয় সেনাদলের লাদাখ স্কাউটস রেজিমেন্টের পর্বতারোহীরা অপ্সরা-১, অপ্সরা-২ , অপ্সরা-৩, পিটি-৬৯৪০ এবং পিটি-৭১৪০ একসঙ্গে স্কেলিং করার চেষ্টা করেন।
CG/ SB
(Release ID: 1744947)
Visitor Counter : 192