শিল্পওবাণিজ্যমন্ত্রক

গভর্মেন্ট ই-মার্কেটপ্লেস (জেম)-এর পক্ষ থেকে পঞ্চম ন্যাশনাল পাবলিক প্রোকিউরমেন্ট কনক্লেভ আয়োজন

Posted On: 11 AUG 2021 1:04PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ আগস্ট, ২০২১

ভারতীয় শিল্প মহাসংঘ (সিআইআই)-এর সঙ্গে সহযোগিতায় গভর্মেন্ট ই-মার্কেটপ্লেস (জেম)-এর পক্ষ থেকে পঞ্চম ন্যাশনাল পাবলিক প্রোকিউরমেন্ট কনক্লেভ আয়োজন করা হয়। জাতীয় স্তরে অনলাইনে সরকারি কেনাকাটা সম্পর্কিত এই সম্মেলন গত সোম ও মঙ্গলবার আয়োজিত হয়। সম্মেলনের মূল বিষয় ছিল দক্ষতা, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল গত সোমবার ভার্চুয়াল পদ্ধতিতে এই সম্মেলন উদ্বোধন করেন। এই উপলক্ষে জেমের চেয়ারম্যান এবং বাণিজ্য সচিব শ্রী বি ভি আর সুব্রমণিয়ম অনুষ্ঠানে যোগ দেন। সম্মেলনের উদ্বোধনী ভাষণে শ্রীমতী প্যাটেল বলেন, দেশে সরকারি কেনাকেটার ক্ষেত্রে জেম আমূল পরিবর্তন নিয়ে এসেছে। তিনি জেম ব্যবস্থার পরিধি আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে জেমের চেয়ারম্যান শ্রী সুব্রমণিয়ম স্থানীয় পণ্যের বিশ্বায়ণ সম্পর্কে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি অনুসরণ করে বলেন, আত্মনির্ভর ভারত গঠনের প্রয়াসে এই সংস্থাটি নিজের অবদান রাখার সম্ভাব্য সব দিক খতিয়ে দেখবে।
এবছরের সম্মেলনে সরকারি ক্রেতা, বিক্রেতা, শিল্প সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য বিশেষ সুবিধার কথা উল্লেখ করা হয়। এসম্পর্কে বলা হয়, জেম এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে অংশগ্রহণকারী সব পক্ষই তাদের পণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রি করতে পারবে। এই সম্মেলনে জেম সংস্থার অংশিদার এবং ক্রেতাদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। জেম অনলাইন প্ল্যাটফর্ম থেকে ক্রয় ও সংগ্রহের নিরিখে সেরা ক্রেতা ও বিক্রেতা সংস্থাগুলিকে পুরস্কৃত করা হয়। কেন্দ্রীয় সরকারি ক্রেতা হিসেবে প্রতিরক্ষা মন্ত্রক এবার সেরা পুরস্কার পেয়েছে। অন্যদিকে, রানার আপ পুরস্কার পেয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। রাজ্য সরকারগুলির মধ্যে ক্রয়ের দিক থেকে সেরার পুরস্কার পেয়েছে উত্তর প্রদেশ এবং রানার আপ পুরস্কার পেয়েছে গুজরাট। একই ভাবে বিক্রেতার দিক থেকে সেরা পুরস্কার পেয়েছে টাটা মোটরস লিমিটেড এবং রানার আপ পুরস্কার পেয়েছে মাহিন্দ্র অ্যান্ড মাহিন্দ্র লিমিটেড।
সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে জেমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী পি কে সিং পুরস্কার জয়ীদের অভিনন্দন জানিয়ে জেমের সঙ্গে অংশিদারিত্ব গড়ে তোলার জন্য ধন্যবাদ দেন। তিনি সরকারি সংগ্রহ পোর্টাল হিসেবে জেম সংস্থাকে স্বচ্ছ, সুদক্ষ করে তুলতে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির কথাও পুনরায় উল্লেখ করেন।
 
CG/BD/AS


(Release ID: 1744913) Visitor Counter : 208