মানবসম্পদবিকাশমন্ত্রক

সারা দেশে মহিলা এবং কন্যাদের উন্নতি সাধনে সরকারের গৃহীত উদ্যোগ

Posted On: 09 AUG 2021 3:32PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯  অগাস্ট, ২০২১

 

উচ্চশিক্ষা ক্ষেত্রে সর্বভারতীয় সমীক্ষা অনুযায়ী দেখা গেছে যে, বেশ কয়েক বছর ধরে দেশে উচ্চশিক্ষায় সামগ্রিকভাবে ছাত্রীদের নাম নথিভুক্তীকরণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১.৬০ কোটি ছাত্রীর নাম নথিভুক্ত হয়েছে । ২০১৯-২০ শিক্ষাবর্ষে তা ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৮৯ কোটি হয়েছে । 

সরকার কন্যা এবং মহিলাদের শিক্ষার মানোন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে । মুক্ত এবং দূর শিক্ষার জন্য নতুন ইউজিসি বিধি জারি করে দেশের নামি প্রতিষ্ঠানে মহিলা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দেওয়া হয়েছে । স্বয়ং পোর্টাল – আইসিটি প্রযুক্তি ব্যবহার করে সুবিধা বঞ্চিত সহ সকল শ্রেণীর মহিলাদের কাছে সর্বোতম শিক্ষার সুযোগ দানের ব্যবস্থা করা হয়েছে । কেন্দ্রের আর্থিক সাহায্যে মহিলা শিক্ষার্থীদের জন্য আরও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে । রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযানের মাধ্যমে রাজ্য সরকার গুলিকে মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে উৎসাহ যোগানো হয়েছে । মহিলা শিক্ষার্থীরা যাতে উচ্চশিক্ষায় সমান সুযোগ-সুবিধা গ্রহণ এবং উৎকর্ষতা লাভ করতে পারেন, সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । শিক্ষার খরচ বহনের জন্য একাধিক বৃত্তিমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে । জাতীয় শিক্ষানীতি ২০২০-র সুপারিশ অনুযায়ী সমস্ত মহিলা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ছাত্রীবাসে থাকার সুবিধা দেওয়া হয়েছে । এমনকি সকল মহিলা শিক্ষার্থী যাতে মান সম্মত ও ন্যায় সঙ্গত শিক্ষা গ্রহণ করতে পারেন তার জন্য কেন্দ্রীয় সরকার একটি লিঙ্গ অন্তর্ভুক্তি তহবিল গঠন করবে । এই তহবিল বিদ্যালয়ে মেয়েদের ১০০ শতাংশ নাম নথিভুক্তি ও উচ্চশিক্ষায় রেকর্ড অংশগ্রহণের হার সুনিশ্চিত করবে । পাশাপাশি জাতীয় শিক্ষানীতি অনুসারে মহিলা, রূপান্তরকামী, দিব্যাঙ্গদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করতে বলা হয়েছে । 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান ।  

 

CG/SS/RAB


(Release ID: 1744612)