স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

মানসিক স্বাস্থ্য পরিষেবা সুযোগ-সুবিধার উন্নতি সাধন

Posted On: 10 AUG 2021 1:43PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০  অগাস্ট, ২০২১

 

বিষণ্ণতা সহ মানসিক রোগের সমস্যা মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ১৯৮২ সাল থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচি (এনএমএইচপি) বাস্তবায়ন করেছে । এনএমএইচপি-র আওতায় জাতীয় স্বাস্থ্য মিশনের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে থাকে । রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছ থেকে প্রাপ্ত প্রস্তাবের ভিত্তিতে এই সাহায্য করা হয়, যাতে জেলা ভিত্তিক মানসিক স্বাস্থ্য কর্মসূচি সফলভাবে রূপায়ন হতে পারে । এর মূল উদ্দেশ্যই হল জেলা স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে বিভিন্ন স্তরে মানসিক রোগ প্রতিরোধ ব্যবস্থাপনার উন্নতিসাধন ও দীর্ঘ মেয়াদী পরিষেবা অব্যাহত রাখা । এমনকি যাতে আত্মহত্যা প্রতিরোধ পরিষেবা ব্যবস্থাপনা, কর্মস্থালে চাপ দূর করা, জীবনে দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ এবং স্কুল-কলেজে পরামর্শ দেওয়া যায়,তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মানসিক স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে যুক্ত পরিকাঠামো, যন্ত্রপাতি এবং মানব সম্পদ ক্ষেত্রের উন্নতি সাধনেরও লক্ষ্য নেওয়া হয়েছে । পাশাপাশি সম্প্রদায় ভিত্তিক মানসিক স্বাস্থ্য পরিষেবা বিষয়ে সচেতনতা প্রসারে জোর দেওয়া হয়েছে । 

এমনকি মানসিক স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে সুযোগ-সুবিধার উন্নতি সাধনের লক্ষ্যে সরকার প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিষেবাকে দৃঢ় করে তুলতে পদক্ষেপ গ্রহণ করেছে । আয়ুষ্মান ভারত – স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র প্রকল্পের আওতায় প্রাথমিক স্বাস্থ্য পরিষেবায় মানসিক স্বাস্থ্য পরিষেবাকে যুক্ত করা হয়েছে । আয়ুষ্মান ভারতের আওতায় স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রগুলিতে মানসিক, স্নায়ুজনিত ব্যাধি সম্পর্কিত চিকিৎসার জন্য এক নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে । এর মূল উদ্দেশ্যই হল সমাজের সকল স্তরে মানসিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। 

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার । 

 

CG/SS/RAB



(Release ID: 1744604) Visitor Counter : 263


Read this release in: English , Urdu , Punjabi , Telugu