প্রতিরক্ষামন্ত্রক

ব্রুনেইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ শিবালিক এবং কদমত সেদেশে পৌঁছেছে

Posted On: 09 AUG 2021 12:57PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৯  আগস্ট, ২০২১

 

ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতির সঙ্গে সাযুজ্য রেখে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ শিবালিক এবং কদমত আজ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনেইয়ের মুয়ারা বন্দরে পৌঁছেছে। এই দুটি জাহাজ রয়্যাল ব্রুনেই নেভির সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে। 

এই মহড়ার ফলে দুই দেশের নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত পারস্পরিক বোঝাপড়া বাড়বে এবং উভয় বাহিনী একে অন্যের বিভিন্ন পন্থা-পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। ১২ তারিখে এই যৌথ মহড়া শেষ হবে। 

কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে মহড়া এবং মহড়ার জন্য সব ধরণের আলোচনা শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হবে। শিবালিক এবং কদমত যুদ্ধ জাহাজ দুটি দেশীয় প্রযুক্তিতে তৈরি। শিবালিকের ক্ষেপণাস্ত্র প্রয়োগের ক্ষমতা আছে। কদমত ডুবোজাহাজ প্রতিরোধী যুদ্ধ জাহাজ। উভয় জাহাজই বিভিন্ন সমরাস্ত্র ব্যবহার করতে পারে এবং হেলিকপ্টার বহনক্ষম। দুটি জাহাজই পূর্বাঞ্চলীয় নৌ কম্যান্ডের বিশাখাপত্তনমে থাকে।   

রয়্যাল ব্রুনেই নেভির সঙ্গে যৌথ মহড়া শেষে শিবালিক এবং কদমত গুয়ামের উদ্দেশ্যে রওনা হবে। সেখানে জাপানের সামুদ্রিক আত্মরক্ষা বাহিনী বা জাপানিজ মেরিটাইমস সেল্ফ ডিফেন্স ফোর্স, রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি এবং মার্কিন নৌবাহিনীর সঙ্গে এই জাহাজ গুলি মালাবার ২১ মহড়ায় যোগ দেবে।  

 

CG/CB/NS



(Release ID: 1744084) Visitor Counter : 141