বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

কোন উপসর্গ না থাকলেও গর্ভবতী মহিলাদের ব্লাড সুগার পরীক্ষা করা আবশ্যক বলে পরামর্শ দিলেন ডাঃ জিতেন্দ্র সিং

Posted On: 07 AUG 2021 3:19PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ আগস্ট, ২০২১

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং, যিনি নিজে একজন বিশিষ্ট ডায়াবেটলজিস্ট, গর্ভবতী মহিলাদের পরামর্শ দিয়ে বলেছেন, কোনরকম শারীরিক উপসর্গ দেখা না দিলেও প্রত্যেকেরই ব্লাড সুগার পরীক্ষা করা অত্যন্ত জরুরী। ডাঃ সিং আজ ভার্চুয়াল পদ্ধতিতে ডায়েবেটিস ইন প্রেগনেন্সি স্টাডি গ্রুপ ইন্ডিয়া-এর দু-দিন ব্যাপী পঞ্চদশ বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেন, তরুণ প্রজন্মের মধ্যে অসুখ-বিসুখ প্রতিরোধে ডায়াবেটিস বা মধুমেহ রোগ নিরুপন অত্যন্ত জরুরী।
ডাঃ সিং বলেন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সমস্ত গর্ভবতী মহিলার মধুমেহ রোগ নিরুপনের বিষয়টিতে অগ্রাধিকার দিয়ে এসেছে। তবে, এধরণের রোগ নিরুপনের ক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির বড় ভূমিকা রয়েছে। তিনি বলেন, জেস্টেশনাল ডায়াবেটিস মিলিটাস গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সারা বিশ্বজুড়েই বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে। এই প্রেক্ষিতে ভারতে বার্ষিক প্রায় ৪০ লক্ষ গর্ভবতী মহিলার এই রোগ নির্ণয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বে ৪৬ কোটি ৩০ লক্ষের বেশি মানুষ ভয়াবহ এই রোগের শিকার। নিঃশব্দে মারণ এই রোগে ২০৪০ নাগাদ ৬৪ কোটি ২০ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হতে পারেন বলেও আন্তর্জাতিক এই সংস্থার পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
ডাঃ সিং বলেন, গ্লোবাল প্রিভিল্যান্স অফ হাইপারগ্লাইসেমিয়া ইন প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় হাইপারগ্লাইসেমিয়া রোগ প্রতিরোধ সংক্রান্ত ২০১৯-এর প্রতিবেদন অনুযায়ী ২০ থেকে ৪৯ বছর বয়সী ২ কোটি ৪০ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। গর্ভাবস্থায় আক্রান্তদের মধ্যে ৮৩.৬ শতাংশ মহিলাই হাইপারগ্লাইসেমিয়াতে আক্রান্ত হন জেস্টেশনাল ডায়াবেটিস মিলিটাস রোগের কারণে।
এই উপলক্ষে ডাঃ সিং ভার্চুয়াল পদ্ধতিতে ডায়েবেটিস ইন প্রেগনেন্সি স্টাডি গ্রুপ ইন্ডিয়া সংস্থার ২০২১-এর নীতি নির্দেশিকা এবং অধ্যাপক ভি সেশাইয়ার রচিত একটি বই প্রকাশ করেন।

CG/BD/AS



(Release ID: 1743612) Visitor Counter : 281