স্বরাষ্ট্র মন্ত্রক

হায়দরাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমিতে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস)-এর ৭২তম ব্যাচের প্রবেশনারদের পাশিং আউট প্যারেড

Posted On: 06 AUG 2021 2:07PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ আগস্ট, ২০২১

হায়দরাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমিতে আজ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস)-এর ৭২তম ব্যাচের প্রবেশনারদের পাশিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমির নির্দেশক শ্রী অতুল কারোয়াল সহ পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে যোগ দেন।
তাঁর ভাষণে শ্রী রাই বলেন, লৌহমানব সর্দার প্যাটেল বলেছিলেন, “যদি না আপনাদের কাছে একটি ভালো সর্বভারতীয় সার্ভিস না থাকে, যেখানে মন খুলে কথা বলার স্বাধীনতা আছে, তাহলে সঙ্ঘ চলে যাবে, আপনাদের কাছে ঐক্যবদ্ধ ভারত আর থাকবে না” মন্ত্রী, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের আধিকারিকদের অধ্যাবসায়, আত্মোৎসর্গ মনোভাব, সততা এবং বিভিন্ন কাজে গঠনমূলক ভূমিকা রাখার প্রশংসা করেন। এর মধ্য দিয়ে দেশের একতা সুনিশ্চিত হয়। শ্রী রাই বলেন, সর্বোপরি আধিকারিকদের সেই দৃঢ়সাহস থাকতে হবে যেখানে বিভিন্ন জায়গায় খালি নেতৃত্ব দেওয়াই নয়, যে কোনও পরিস্থিতিতে সত্যের পথ অবলম্বন করতে হবে ।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ‘দেশ প্রথম, সর্বদা প্রথম’ নীতি সকলকে অনুসরণ করতে হবে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর ন্যায়ের পথ চলা ও সংবেদনশীল পুলিশের ভূমিকা পালনের পরামর্শ সকলকে মনে রাখতে হবে। শ্রী রাই আশা করেন, নতুন আধিকারিকরা সকলের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন।
অনুষ্ঠানে ৩৩ জন মহিলা আধিকারিক সহ ১৪৪ জন আইপিএস প্রবেশনার উপস্থিত ছিলেন। এ বছর মহিলা আধিকারিকরা শীর্ষ স্থান অধিকার করেছেন। শ্রেষ্ঠ আইপিএস প্রবেশনার হিসেবে সম্মানিত হয়েছেন রাজস্থান ক্যাডারের শ্রীমতী রঞ্জিতা শর্মা। শ্রী রাই অনুষ্ঠানে তাঁর হাতে প্রধানমন্ত্রীর ব্যাটন এবং স্বরাষ্ট্র মন্ত্রীর রিভলবার তুলে দিয়েছেন। ভুবনানন্দ মিশ্র মেমোরিয়াল ট্রফি পেয়েছেন তামিলনাড়ু ক্যাডারের শ্রীমতী শ্রেয়া গুপ্তা। দ্বিতীয় স্থানাধিকারী হিসেবে তিনি এই ট্রফি পেলেন। অনুষ্ঠানে নেপাল পুলিশের ১০ জন, রয়্যাল ভুটান পুলিশের ১২ জন, মালদ্বীপ পুলিশ সার্ভিসের সাতজন এবং মরিশাস পুলিশ সার্ভিসের পাঁচজন অংশ নেন। এই ৩৪ জন বিদেশি প্রবেশনার অ্যাকাডেমিতে সফলভাবে তাঁদের প্রশিক্ষণ শেষ করেছেন।

CG/CB/DM



(Release ID: 1743344) Visitor Counter : 185