আদিবাসীবিষয়কমন্ত্রক

ট্রাইফেড বিশ্বব্যাপী ভারতীয় মিশন ও দূতাবাসগুলোতে আত্মনির্ভর কর্ণার স্থাপন করবে

আত্মনির্ভর কর্ণারটিতে জিআই ট্যাগ যুক্ত আদিবাসীদের তৈরি প্রাকৃতিক এবং জৈব পণ্য বিদেশে তুলে ধরার জন্য বরাদ্দ থাকবে

Posted On: 05 AUG 2021 1:08PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৫ আগস্ট, ২০২১

আদিবাসী সমবায় বিপণন ফেডারেশন, ট্রাইফেট বিদেশ মন্ত্রকের সহযোগিতায় বিশ্বের একশটি ভারতীয় মিশন এবং দূতাবাসে আত্মনির্ভর ভারত কর্ণার স্থাপন করবে।
এই কর্ণার গুলিতে আদিবাসী উৎপাদিত পণ্যের বিষয়ে ক্যাটালগ থেকে শুরু করে পুস্তিকা, প্রচারের জন্য রাখা থাকবে।
এবছর আদি মহোৎসবের আন্তর্জাতিক সম্মেলনে বিপুল সংখ্যক দেশের কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন।
মূলত "ভোকাল ফর লোকাল" এবং "আত্মনির্ভর ভারত" অভিযানের ওপর গুরুত্ব দিয়ে ট্রাইফেড বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সহযোগিতায় জিআই ট্যাগ যুক্ত আদিবাসী সম্প্রদায়ের উৎপাদিত পণ্য বিপণনের জন্য প্রচারের ব্যবস্থা করেছে।
বিদেশ মন্ত্রকের সহযোগিতায় ট্রাইফেট বিশ্বের একশটি স্থানে ভারতীয় মিশন ও দূতাবাসগুলোতে আত্মনির্ভর ভারত কর্ণার স্থাপনের ব্যবস্থা করেছে।

CG/ SB

 


(Release ID: 1742928) Visitor Counter : 182