যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
এনসিএসএসআর প্রকল্পের আওতায় ক্রীড়া বিজ্ঞান বিভাগ ও খেলাধুলার সময় ব্যবহৃত ওষুধ বিভাগ গড়ে তোলার জন্য ৬টি বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে : শ্রী অনুরাগ সিং ঠাকুর
Posted On:
05 AUG 2021 2:40PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৫ আগস্ট, ২০২১
এই প্রকল্পটি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) বাস্তবায়িত করছে। দেশে নির্বাচিত কিছু বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান/মেডিকেল কলেজে এ সংক্রান্ত কাজ করা হচ্ছে। পুরো প্রকল্পের জন্য এ পর্যন্ত ৬২ কোটি ৬১ লক্ষ টাকা দেওয়া হয়েছে।
যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের ন্যাশনাল সেন্টার অফ স্পোর্টস সায়েন্সেস অ্যান্ড রিসার্চ (এনসিএসএসআর) প্রকল্পটির উদ্দেশ্য হল ক্রীড়াবিদদের ভালো পারফরমেন্সের জন্য গবেষণা, উদ্ভাবন এবং প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করা। এই প্রকল্পের দুটি দিক রয়েছে : ১) এনসিএসএসআর কেন্দ্র গঠন এবং ২) বাছাই করা কয়েকটি বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানে ক্রীড়া বিজ্ঞান বিভাগ এবং খেলাধুলার সময় ব্যবহৃত ওষুধ বিভাগ গড়ে তোলা। পুরো প্রকল্পটি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) বাস্তবায়িত করছে। এর জন্য এ পর্যন্ত ব্যয় হয়েছে ৬২ কোটি ৬১ লক্ষ টাকা। বরাদ্দ করা অর্থ বিভিন্ন রাজ্যের কথা বিবেচনা করে বন্টন করা হচ্ছেনা। বিভিন্ন সময়ে প্রকল্পের রূপায়ণ মূল্যায়ণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এ পর্যন্ত ৬টি বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান এবং ৫টি মেডিকেল কলেজকে বাছাই করা হয়েছে। এইসব শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদন, অধ্যাপক, বিভিন্ন প্রকাশনা, পেটেন্ট প্রাপ্তি, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সহযোগিতা বিবেচনা করে এনসিএসএসআর-এর এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
এনসিএসএসআর-এর প্রকল্পটির মাধ্যমে সাহায্য করার পাশাপাশি মন্ত্রক বিশিষ্ট ক্রীড়াবিদ দের জন্য গবেষণা ভিত্তিক কিছু উদ্যোগ নিয়েছে। টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম (টপস)-এর মতো বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে ক্রীড়াবিদদের বর্তমান পারফরমেন্স ও অতীত পারফরমেন্স সংক্রান্ত তথ্যের পর্যালোচনা করা হয়। এছাড়াও আন্তর্জাতিক স্তরে পাওয়া বিভিন্ন তথ্য বিবেচনা করে খেলোয়াড়দের উন্নতির জন্য সাহায্য করা হয়। টপস কোর গ্রুপ এবং অন্যান্য উন্নয়নমূলক কোর গ্রুপের যেসব খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তাদের প্রশিক্ষণের জন্য মন্ত্রক ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট ফান্ড থেকে অনুদান দিয়ে থাকে।
এনসিএসএসআর প্রকল্পের উদ্দেশ্য :
খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে বিভিন্ন বৈজ্ঞানিক পন্থার ব্যবহার
খেলোয়াড়রা যাতে দীর্ঘদিন ধরে প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন তার জন্য সাহায্য করা এবং খেলোয়াড়রা যাতে সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে পারেন সেটি নিশ্চিত করা।
ক্রীড়া বিজ্ঞান সম্পর্কিত তথ্য প্রচার
প্রয়োজনীয় খাদ্য উপাদান এবং দেশজ পদ্ধতিতে বিভিন্ন প্রস্তুতির পরীক্ষা-নিরীক্ষা ও শংসাপত্র প্রদান
আর্য়ুবেদ/হোমিওপ্যাথি ওষুধের ব্যবহারের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে দক্ষতা বাড়ানো
খেলতে গিয়ে আঘাত পেলে চোট সারাবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা
এনসিএসএসআর প্রকল্পের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানকে সাহায্য করার উদ্দেশ্যঃ-
কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া বিজ্ঞান নিয়ে এমএসসি পাঠক্রম চালু করা
নির্বাচিত কয়েকটি মেডিকেল কলেজে খেলাধুলা সংক্রান্ত ওষুধপত্রের ওপর পড়াশোনার জন্য ডিপ্লোমা ও এমডি পাঠক্রম চালু করা
ক্রীড়া বিজ্ঞান ও ওষুধের মাধ্যমে খেলোয়াড়দের দক্ষতা বাড়ানো
খেলার সময় আঘাত পেলে খেলোয়াড়দের বিজ্ঞানসম্মতভাবে চোট সারানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা
ক্রীড়া বিজ্ঞান ও খেলাধুলার সময় ব্যবহৃত ওষুধের বিষয়ে মৌলিক এবং প্রায়োগিক গবেষণা
এরফলে ক্রীড়া বিজ্ঞান এবং খেলাধুলার কাজে ব্যবহৃত ওষুধের ক্ষেত্রে দক্ষ মানব সম্পদ বৃদ্ধি পাবে এবং বিদেশের বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমবে
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর।
CG/CB/NS
(Release ID: 1742918)
Visitor Counter : 220