স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড পরবর্তী অসুখ সম্পর্কিত সমীক্ষা

Posted On: 03 AUG 2021 3:24PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩ আগস্ট, ২০২১

স্বাস্থ্য গবেষণা দপ্তরের অধীন স্বশাসিত সংস্থা ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ (আইসিএমআর) দেশের ২০টি জায়গায় কোভিড ক্লিনিক্যাল রেজিস্ট্রি গড়ে তুলেছে। অসুখ সম্পর্কিত বিভিন্ন খতিয়ান লিপিবদ্ধকরণের জন্য গড়ে তোলা এই ক্লিনিকগুলি কোভিড-১৯-এর প্রভাব এবং ক্লিনিক্যাল টিটমেন্ট বা চিকিৎসা সম্পর্কিত তথ্য একত্রিত করে। তবে, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রেই কেবল এধরণের তথ্য সংগ্রহ করা হয়। কোভিড পরবর্তী সমীক্ষা বিভিন্ন ধরণের অসুস্থতার ক্ষেত্রে পরিচালিত হচ্ছে। স্বাস্থ্যের বিষয়টি যদিও রাজ্যের এক্তিয়ারভুক্ত, তথাপি কেন্দ্রীয় সরকার নিজেদের এক্তিয়ারে থাকা স্বাস্থ্য কেন্দ্রগুলিতে প্রয়োজন সাপেক্ষে পোস্ট কোভিড ক্লিনিক বা কোভিড পরবর্তী রোগ নিরুপন কেন্দ্র গড়ে তুলতে রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছে।
কোভিড পরবর্তী বিভিন্ন ধরণের অসুস্থতা ও সমস্যা সম্পর্কিত মডিউল বা গাইডলাইন প্রনয়ণের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করে চলেছে।
রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার।

CG/BD/AS


(Release ID: 1742034) Visitor Counter : 111