সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

এস সি, এসটি এবং ওবিসিদের জন্য খালি থাকা শূন্যপদ

Posted On: 03 AUG 2021 2:16PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৩ আগস্ট, ২০২১

কর্মী এবং প্রশিক্ষণ বিভাগ তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর ব্যক্তিদের জন্য সংরক্ষিত শূন্যপদ পূরণের অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে। এরমধ্যে দশটি মন্ত্রক এবং বিভাগ রয়েছে যেখানে কেন্দ্রীয় সরকারের ৯০ শতাংশেরও বেশি কর্মচারী রয়েছে। গত ০১ জানুয়ারি ২০১৭ থেকে ০১ জানুয়ারি ২০২০ পর্যন্ত সংরক্ষিত শূন্যপদের পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্ত্রক ও বিভাগ থেকে একটি হিসাবও পাওয়া গেছে।
কর্মী এবং প্রশিক্ষণ বিভাগের ২০১৪ সালের ১৬ ডিসেম্বর জারি করা এক নির্দেশে বলা হয়েছে যে, সংরক্ষিত শূন্যপদ গুলি চিহ্নিত করে তা পূরণের জন্য অভ্যন্তরীণ কমিটি গঠন করতে হবে। প্রয়োজনে বিশেষ নিয়োগের মাধ্যমে সেই শূন্য পদ গুলি পূরণ করতে হবে।
আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে  সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী এ নারায়ণস্বামী এই তথ্য জানিয়েছেন।

CG/ SB

 



(Release ID: 1741997) Visitor Counter : 112