স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কেন্দ্র মহারাষ্ট্রে উচ্চস্তরীয় দল পাঠাল জিকা মোকাবিলায়
प्रविष्टि तिथि:
02 AUG 2021 3:51PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ অগাস্ট ,২০২১
কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে তৈরি একটি দল পাঠাল মহারাষ্ট্রে জিকা ভাইরাস পরিস্থিতি খতিয়ে দেখতে এবং জিকার মোকাবিলায় রাজ্য সরকারকে সাহায্য করতে । সম্প্রতি পুনে জেলায় জিকার একটি ঘটনা জানা গেছে ।
তিন সদস্যের কেন্দ্রীয় দলে আছে পুনের আঞ্চলিক অধিকর্তার কার্যালয়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ; নতুন দিল্লির লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজের একজন গায়নোকোলজিস্ট ; এবং নতুন দিল্লির ন্যাশনাল ইন্সটিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ (এনআইএমআর), আইসিএমআর-এর একজন এন্টোমোলজিস্ট ।
দলটি রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে একযোগে কাজ করবে, পরিস্থিতি পর্যালোচনা করবে এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জিকা মোকাবিলার কার্যপদ্ধতি রূপায়িত হচ্ছে কিনা, তাও দেখবে । রাজ্যে জিকা ব্যবস্থাপনায় প্রয়োজনীয় জনস্বাস্থ্য করণীয় বিষয়ে সুপারিশ করবে দলটি ।
CG/AP/NR
(रिलीज़ आईडी: 1741657)
आगंतुक पटल : 192