স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে সামগ্রিক ভাবে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৪৭ কোটির মাইলফলক ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় ৬০ লক্ষের বেশির টিকাকরণ
জাতীয় স্তরে সুস্থতার হার ৯৭.৩৬ শতাংশ
দেশে গত ২৪ ঘন্টায় দৈনিক ভিত্তিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪১,৮৩১
দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৯৫২, যা মোট আক্রান্তের ১.৩ শতাংশ
দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার ২.৩৪ শতাংশ, যা লাগাতার ৫৫ দিন ৫ শতাংশের নিচে

प्रविष्टि तिथि: 01 AUG 2021 10:15AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ আগস্ট, ২০২১

ভারতে সার্বিক কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৪৭ কোটির মাইলফলক ছাড়িয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী ৪৭ কোটি ২ লক্ষ ৯৮ হাজার ৫৯৬টি টিকার ডোজ দেওয়া হয়েছে। একই ভাবে গত ২৪ ঘন্টায় ৬০ লক্ষ ১৫ হাজার ৮৪২টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
দেশে সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণের নতুন পর্যায়ের সূচনা হয়েছে গত ২১ জুন। কেন্দ্রীয় সরকার কোভিড-১৯ টিকাকরণের গতি ও পরিধি বাড়াতে অঙ্গিকারবদ্ধ।
মহামারী শুরুর সময় থেকে মোট আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ইতিমধ্যেই ৩ কোটি ৮ লক্ষ ২০ হাজার ৫২১ জন আরোগ্য লাভ করেছেন। একই ভাবে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৯ হাজার ২৫৮ জন। এর ফলে, জাতীয় স্তরে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.৩৬ শতাংশ।
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন। দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা গত ৩৫ দিন ৫০ হাজারের নিচে রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলে এই সাফল্য পাওয়া গেছে।
ভারতে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আজ দাঁড়িয়েছে ৪ লক্ষ ১০ হাজার ৯৫২, যা দেশে মোট আক্রান্তের ১.৩০ শতাংশ।
দেশে নমুনা পরীক্ষার পরিকাঠামো লাগাতার বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় ১৭ লক্ষ ৮৯ হাজার ৪৭২টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিক ভাবে দেশে নমুনা পরীক্ষার সংখ্যা ৪৬ কোটি ৮২ লক্ষ ১৬ হাজার ৫১০।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে দাঁড়িয়েছে ২.৪২ শতাংশ। একই ভাবে দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার আজ দাঁড়িয়েছে ২.৩৪ শতাংশে। দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার লাগাতার ৫৫ দিন ৫ শতাংশের নিচে রয়েছে।

CG/BD/AS


(रिलीज़ आईडी: 1741264) आगंतुक पटल : 226
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Telugu , Malayalam