নীতিআয়োগ
অটল ইনোভেশন মিশন সারা দেশে দু মাস ব্যাপী 'এটিএল টিঙ্কারপ্রেনিয়োর বুটক্যাম্প' সফলভাবে সম্পন্ন করেছে
Posted On:
31 JUL 2021 2:08PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩১ জুলাই, ২০২১
নীতি আয়োগের আওতাধীন অটল ইনোভেশন মিশন
ডিজিটাল দক্ষতা জন্য সারা দেশে দু মাস ব্যাপী গ্রীষ্মকালীন 'এটিএল টিঙ্কারপ্রেনিয়োর বুটক্যাম্প' সফলভাবে সম্পন্ন করেছে।উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিকল্পিত এই 'এটিএল টিঙ্কারপ্রেনিয়োর বুটক্যাম্প'এ দেশের ৩২ রাজ্যের ২৯৮টি জেলার ৪ হাজার মহিলা সহ মোট ৯ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিলেন।এখানে ৫০টির বেশি সরাসরি বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়।সাড়ে চার লক্ষের বেশি দর্শক এই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।শিক্ষার্থীদের মধ্যে একটি নতুন উদ্ভাবনী মানসিকতা গড়ে তোলার লক্ষ্য নিয়েই এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রশিক্ষণ শিবির চলাকালীন অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতার বিষয়ে শিক্ষা গ্রহণ করেছেন। পাশাপাশি একটি ডিজিটাল পণ্যকে ঘিরে কিভাবে ব্যবসায়িক মডেল তৈরি এবং বিকাশ সাধন করা যায়, বিপণন পরিকল্পনা তৈরি করা, ব্যবসায়িক অর্থ ইত্যাদি বিষয়ে শিক্ষা গ্রহণ করেছেন।
এই প্রশিক্ষণ শিবিরের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে অটল ইনোভেশন মিশনের অধিকর্তা ডঃ চিন্তন বৈষ্ণব জানান উদ্ভাবনী মানসিকতা তৈরি করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে একটি ধারণা তৈরি এবং তা থেকে একটি উদ্যোগ গ্রহণের বিষয়ে আগ্রহী করে তুলতে এ ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে।বুটক্যাম্পের ভার্চুয়াল ফিনালেতে অংশগ্রহণকারী ইনফোসিস-এর প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি জানান এক জন নেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল আশেপাশের মানুষ এবং সতীর্থদের মধ্যে আকাঙ্খা, আত্মবিশ্বাস, শক্তি এবং উৎসাহ বৃদ্ধি করা।এই শিবির সেই সুযোগ প্রদান করেছে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের জন্য হিন্দি, মারাঠি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় এই ৬ টি ভাষায় নিয়মিত ভাষণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি 'টিঙ্কারপ্রেনিয়োর' শীর্ষক একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়। এই পোর্টালে শিক্ষার্থীদের জন্য ক্যুইজ ,পরামর্শদাতাদা ও শিক্ষার্থীদের মতামত ভাগ করে নেওয়ার ব্যবস্থা করা হয়।
CG/SS/NR
(Release ID: 1741066)