স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

৪৬ কোটিরও বেশি কোভিড-১৯ টিকার ডোজ প্রদান করে ভারত এক উল্লেখযোগ্য মাইলফলক লাভ করেছে

प्रविष्टि तिथि: 31 JUL 2021 11:12AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১,জুলাই,২০২১

কোভিড-১৯ টিকাকরণের আওতায় ভারতে ৪৬ কোটিরও বেশি টিকার ডোজ প্রদান করা হয়েছে । টিকাকরণের ক্ষেত্রে ভারত এক উল্লেখযোগ্য মাইলফলক লাভ করেছে । আজ সকাল ৮-টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৫৪ লক্ষ ৯৪ হাজার ৪শো ২৩-টি টিকাকরণ পর্বের মাধ্যমে এপর্যন্ত মোট ৪৬ কোটি ১৫ লক্ষ ১৮ হাজার ৪শো ৭৯-টি টিকার ডোজ দেওয়া হয়েছে । ২৪ ঘন্টায় ৫২ লক্ষ ৯৯ হাজার ৩৬-টি টিকার ডোজ দেওয়া হয়েছে । এপর্যন্ত ১৮ থেকে ৪৪ বছর বয়সী মোট ১৫ কোটি ২২ লক্ষ ১৭ হাজার ৮শো ৮৭ জনকে টিকার প্রথম ডোজ এবং ৮০ লক্ষ ৬১ হাজার ৭শো ৬৮ জন টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে । সর্বজনীন টিকাকরণে নতুন পর্যায় শুরু হয়েছে গত ২১-শে জুন থেকে । কেন্দ্রীয় সরকার দেশব্যাপী কোভিড-১৯ টিকাকরণের ক্ষেত্রে গতি আনতে বদ্ধপরিকর ।
এপর্যন্ত দেশে ৩ কোটি ৭ লক্ষ ৮১ হাজার ২শো ৬৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন । ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৭ হাজার ২শো ৯১ জন । দেশে করোনায় আরোগ্যের হার ৯৭.৩৭ শতাংশ । ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৬শো ৪৯ জন । এই নিয়ে টানা ৩৪ দিন দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে । দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৯শো ২০ জন । মোট সক্রিয় রোগীর হার ১.২৯ শতাংশ । দেশে করোনার নমুনা পরীক্ষায় গতি নিয়ে আসা হয়েছে । এপর্যন্ত মোট ৪৬ কোটি ৬৪ লক্ষ ২৭ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । ২৪ ঘন্টায় ১৭ লক্ষ ৭৬ হাজার ৩শো ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । বর্তমানে করোনায় সাপ্তাহিক সংক্রমণের হার কমে ২.৪২ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার ২.৩৪ শতাংশে দাঁড়িয়েছে । এই নিয়ে টানা ৫৪ দিন দৈনিক সংক্রমণের হার ৫ শতাংশের নীচে রয়েছে ।

CG/SS/NR


(रिलीज़ आईडी: 1741032) आगंतुक पटल : 261
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu