ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগের কাজ ৯২.৮ শতাংশ সম্পূর্ণ হয়েছে

Posted On: 30 JUL 2021 3:44PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ জুলাই, ২০২১

 

ক্রেতা, খাদ্য এবং গণবণ্টন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছেন যে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে ২১.৯১ কোটি (৯২.৮%) রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগের কাজ করা হয়েছে। এছাড়া ৭০.৯৪ কোটি (৯০%) জাতীয় খাদ্য সুরক্ষা আইনে সুবিধাভোগী রয়েছেন। এছাড়াও দেশে এ পর্যন্ত ৪.৯৮ লক্ষ ( ৯২.৭%) সুলভ মূল্যের দোকান বা এফপিএস গত ২৩ জুলাই পর্যন্ত ইপিওএস ডিভাইস নিতে পেরেছেন।

২০১৯ সালে সূচনার পর থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত এক দেশ এক রেশন কার্ড পরিকল্পনার আওতায় ২৯ কোটিরও বেশি পোর্টেবিলিটি লেনদেন রেকর্ড করা হয়েছে। এক বা একাধিক লেনদেনের মাধ্যমে সম্পূর্ণ পরিবারের পক্ষ থেকে রেশন থেকে খাদ্যশস্য নিতে পারেন।

এক দেশ এক রেশন কার্ড- এই পরিকল্পনায় এখনো পর্যন্ত ৩৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৮৬.৭ শতাংশ অন্তর্ভুক্ত হতে পেরেছে।

 

CG/ SB



(Release ID: 1740912) Visitor Counter : 98