স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ টিকাকরণ - অসত্য ও প্রকৃত তথ্য

Posted On: 30 JUL 2021 4:20PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ জুলাই, ২০২১

ভারতের জাতীয় কোভিড টিকাকরণ কর্মসূচি বিজ্ঞান ভিত্তিক ও মহামারী সংক্রান্ত প্রামাণ্য সাক্ষ্য সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি-নির্দেশিকা এবং আন্তর্জাতিক স্তরের সেরা পন্থা-পদ্ধতিগুলির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই কর্মসূচি শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটি সুসংবদ্ধ পরিকল্পনা মাফিক কৌশল, যা বৃহত্তর জনস্বার্থে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সক্রিয় সহযোগিতায় রূপায়িত হয়েছে। কর্মসূচির মাধ্যমে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাদের টিকাকরণের পরিধি ও গতি বাড়াতে লাগাতার সহায়তা দেওয়া হয়ে আসছে। দেশব্যাপী সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণ অভিযানের নতুন পর্যায়ে কেন্দ্রীয় সরকার প্রাপ্ত বয়স্কদের টিকাকরণের জন্য ৭৫ শতাংশ কোভিড টিকা নিখরচায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সরবরাহ করছে।
এক শ্রেণীর সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, উত্তরপ্রদেশ ও বিহারে টিকাকরণ অভিযানের গতি অত্যন্ত মন্থর। প্রকাশিত সংবাদে আরও অভিযোগ করা হয়েছে, এই দুই রাজ্যে প্রাপ্ত বয়স্ক সমস্ত ব্যক্তির টিকাকরণে ৩ বছর পর্যন্ত সময় লাগতে পারে।
প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে এটা সুস্পষ্ট করে বলা হয়েছে যে, কোভিড টিকাকরণ অভিযানের সূচনার সময় থেকে দৈনিক ভিত্তিতে গড় টিকাকরণের বিষয়টিকে বিবেচনায় রেখেই সংবাদ প্রতিবেদনে সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে, টিকাকরণের গতি মন্থরতার দরুণ সাধারণ মানুষের সম্পূর্ণ টিকাকরণে কয়েক বছর লাগতে পারে। কিন্তু প্রকৃত তথ্য হল, টিকাকরণ অভিযানের গোড়ার দিকে দৈনিক ভিত্তিতে টিকা দেওয়ার গড় হার মন্থর হলেও এখন তা অনেক বেশি। প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে আরও বলা হয়েছে, একসময় ভারত সহ সারা বিশ্বেই টিকার যোগান পর্যাপ্ত না থাকায় স্বাভাবিক ভাবেই টিকাকরণের হারও ছিল কম। কিন্তু টিকার যোগান যখন বেড়েছে তখন থেকে টিকাকরণের গতি ও পরিধি বেড়েছে। একই সঙ্গে এটাও মনে রাখা দরকার যে, টিকাকরণ অভিযানের ক্ষেত্রে আরও একটি বড় বাধা হল টিকার বিষয়ে দ্বিধা।
এই সমস্ত বিষয়গুলির প্রেক্ষিতে মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে টিকার যোগান ও টিকাকরণের হার লাগাতার বেড়েছে। এটা মনে রাখা দরকার যে, জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ ভারতের সর্ব বৃহৎ রাজ্য। ২০১১-র জনগণনা অনুযায়ী এই রাজ্যের জনসংখ্যা ১৯ কোটি ৯৫ লক্ষের বেশি। এমনকি, রাজ্যটির জনসংখ্যা ব্রাজিল, রাশিয়া, পাকিস্তান, বাংলাদেশের চেয়েও বেশি।
টিকাকরণের সঙ্গে যুক্ত একাধিক দল এবং রাজ্যের ভৌগলিক সীমা অনেক বড় হওয়া সত্বেও উত্তরপ্রদেশ যত দ্রুত সম্ভব সমস্ত যোগ্য ব্যক্তির নিখরচায় টিকাকরণে অঙ্গিকারবদ্ধ। এই লক্ষ্যে উত্তরপ্রদেশ টিকাকরণের পরিধি গত জানুয়ারীতে মাসিক ভিত্তিতে ৪ লক্ষ ৬৩ হাজার থেকে বাড়িয়ে বর্তমানে ১ কোটি ৫৪ লক্ষ করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, টিকাকরণের পরিধির দিক থেকেও রাজ্যটি অন্যান্য অগ্রণী রাজ্যের সমকক্ষে রয়েছে। এদিকে, রাজ্য সরকার আরও বেশি সংখ্যক মানুষের কাছে টিকার সুবিধা পৌঁছে দিতে একাধিক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্য সরকারের এই প্রয়াসগুলির কারণে আজ পর্যন্ত ৪ কোটি ৬৭ লক্ষ টিকাকরণ সম্ভব হয়েছে। একই ভাবে বিহারেও টিকাকরণের গতি ও পরিধি লাগাতার বেড়েছে।

CG/BD/AS



(Release ID: 1740900) Visitor Counter : 185