তথ্যওসম্প্রচারমন্ত্রক

নিউজ অন এআইআর অ্যাপে সরাসরি সম্প্রচারের স্ট্রিমিং ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে

Posted On: 30 JUL 2021 2:31PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ৩০ জুলাই, ২০২১

 

নিউজ অন এআইআর অ্যাপে আকাশবাণীর সরাসরি সম্প্রচারিত বা লাইভ স্ট্রিমিংগুলি জয়পুর এবং পাটনার তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কারণ এই দুই শহরে আকাশবাণীর সরাসরি সম্প্রচারিত পরিষেবার প্রায় ৬০ শতাংশ শ্রোতা ১৮-৪৫ বছর বয়সী।অন্যদিকে ভৌগলিক বিন্যাসের পরিপ্রেক্ষিতে নিউজ অন এআইআর শ্রোতার ক্রমতালিকার মাপকাঠিতে প্রথম দুটি শহর হল পুনে এবং ব্যাঙ্গালুরু। 

আকাশবাণীর ২৪০টির বেশি বেতার পরিষেবা প্রসার ভারতীর সরকারি অ্যাপ- নিউজ অন এআইআর-তে সরাসরি সম্প্রচার অর্থাৎ লাইভ স্ট্রিমিং হয়। আকাশাবণীর দেশ ও দেশের বাইরে ৮৫টির বেশি দেশের শ্রোতারা নিউজ অন এআইআর অ্যাপের পরিষেবা উপভোগ করেন। প্রথম সারির বেতার অনুষ্ঠানের স্ট্রিমিং-এর মধ্যে নিউজ অন এআইআর অন্যতম। গত পয়লা জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে দেশের নানা শহরে কতো মানুষ এই অ্যাপের মাধ্যমে বেতার অনুষ্ঠান শুনেছেন তার ওপর ভিত্তি করেই এই ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে।  

বিস্তারিত তথ্য জানার জন্য ক্লিক করুন নিম্ন লিখিত লিঙ্কে- https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740660 

 

CG/SS /NS


(Release ID: 1740881) Visitor Counter : 151