প্রতিরক্ষামন্ত্রক

টোকিও অলিম্পিক ২০২১-এ দেশের হয়ে প্রতিনিধিত্বকারী ভারতীয় বিমান বাহিনীর বিমান যোদ্ধারা

Posted On: 22 JUL 2021 3:32PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২২ জুলাই, ২০২১

 

প্রায় ২৫ বছর পর আসন্ন টোকিও অলিম্পিক ২০২১-এ ভারতীয় দলে ৫ জন বিমান যোদ্ধার জায়গা করে নেওয়া ভারতীয় বিমানবাহিনীর কাছে যথেষ্ট গর্বের। ভারতীয় বিমানবাহিনী জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে খেলাধুলো ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। এই ক্ষেত্রে প্রতিভাবান ভারতীয় বিমানবাহিনীর যোদ্ধারা তাদের দক্ষতার পরিচয় দিয়েছেন। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্বকাপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মতো একাধিক প্রতিযোগিতায় তারা পদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন। ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা ধারাবাহিকভাবে খেলাধুলায় উন্নতিলাভ করেছেন।

২০২১-এর টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো বিভাগে ভারতীয় বিমানবাহিনীর অ্যাথলেট স্কোয়াডড্রন লিডার শিবপাল সিং যোগ্যতা অর্জন করেছেন। এর আগে তিনি ভারতীয় বিমানবাহিনীর অ্যাথলেট দলের সদস্য হিসেবে চীনে আয়োজিত সেনা বাহিনীদের বিশ্ব ক্রীড়া প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রো বিভাগে সোনা জিতেছেন।

এবারের টোকিও অলিম্পিকে ৪ x ৪০০ মিটার মিক্সড রিলে দৌড় প্রতিযোগিতায় ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন ভারতীয় বিমানবাহিনীর স্কোয়াডড্রন লিডার নোহ নির্মল টম। তিনি আইএএফএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন শিপ ২০১৯-এ যথেষ্ট ভালো প্রদর্শন করেছিলেন।

২০২১ টোকিও অলিম্পিকে ভারতীয় শুটিং দলে ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে জায়গা করে নিয়েছেন ভারতীয় বায়ু সেনার জুনিয়র ওয়ারেন্ট অফিসার দীপক কুমার।

৪ x ৪০০ মিটার মিক্সড রিলে দৌড় প্রতিযোগিতায় এবার টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছন ভারতীয় বায়ু সেনার কর্পোরাল অ্যালেক্স অ্যান্টনি। পাশাপাশি সংযুক্ত বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় সাফল্যলাভকারী মাস্টার ওয়ারেন্ট অফিসার অশোক কুমার এবার টোকিও অলিম্পিক প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছেন। 

 

CG/SS/SKD/



(Release ID: 1737932) Visitor Counter : 651