জাহাজচলাচলমন্ত্রক

উপকূলবর্তী সম্প্রদায়ের উন্নয়নের অধীনে সাগরমালা প্রকল্পে প্রভাবিত মৎস্যজীবীদের জন্য জীবিকার সহায়তা

Posted On: 19 JUL 2021 4:09PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ জুলাই, ২০২১

 

উপকূলবর্তী সম্প্রদায়ের উন্নয়ন  সাগরমালা কর্মসূচির গুরুত্বপূর্ণ উদ্দেশ্য । মৎস্যজীবী সম্প্রদায়ের কল্যাণের জন্য বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রক মৎস্য বন্দর প্রকল্পে মৎস্য, পশুপালন এবং দুগ্ধশিল্প মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে  আংশিক আর্থিক সহায়তা দিচ্ছে । সাগরমালার অধীনে ২,৫৯৮ কোটি টাকার ২৮টি মৎস্য বন্দর প্রকল্প চিহ্নিত করা হয়েছে । বিভিন্ন সংস্থা এগুলি রূপায়ণ করবে । এরমধ্যে ১,৬৯৪ কোটি টাকার ১৭টি প্রকল্পে আংশিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে সাগরমালার অধীনে । ৯টি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে ।

সংশ্লিষ্ট সংস্থাগুলি  সকল সাগরমালা প্রকল্প রূপায়িত করছে এবং আর্থসামাজিক প্রভাবের এবং পরিবেশের সমীক্ষা করছে ।  

দক্ষতা উন্নয়নের বিষয়ে ৯টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলের ২১টি উপকূলবর্তী জেলায় দক্ষতা ঘাটতির সমীক্ষা সম্পূর্ণ হয়েছে । সংশ্লিষ্ট মন্ত্রক এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে জেলা ভিত্তিক কর্মপরিকল্পনা রূপায়ন করতে বলা হয়েছে । এর পাশাপাশি বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রক সাগরমালা –ডিডিইউ-জিকেওয়াই প্রথম ও দ্বিতীয় পর্যায়ের অধীনে দক্ষতা উন্নয়নে আর্থিক সাহায্য করছে উপকূলে বসবাসকারী মানুষের দক্ষতা বাড়াতে,  যাতে তারা সামুদ্রিক মৎস্য শিল্পের প্রয়োজনীয়তা পূরণ করতে পারে এবং সাগরমালা প্রকল্পের অধীনে উপকূলবর্তী এলাকায় সার্বিক দীর্ঘস্থায়ী উন্নয়ন ঘটে ।

প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার(পিএমএমএসওয়াই) সঙ্গে মিলে বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রকের সাগরমালা কর্মসূচি মৎস্য বন্দর এবং মাছের আড়তের উন্নয়নের প্রকল্প রূপায়ণ করছে । পিএমএমএসওয়াই ২০২৪-২৫-এর মধ্যে মৎস্য শিল্প এবং সংশ্লিষ্ট কাজকর্মে ৫৫ লক্ষ কর্মসংস্থানের সুবিধা তৈরির পরিকল্পনা  নিয়েছে । অভ্যন্তরীণ মৎস্য চাষ, রঙিন মাছের চাষ, ঠান্ডা জলের মাছের চাষ এবং চাষ পরবর্তী বিষয়ের উন্নয়ন, কোল্ড চেইন পরিকাঠামো, মৎস্য বিপণন ইত্যাদির মাধ্যমে এটি করা হবে  ।   

বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রক, তৃতীয় পক্ষের মাধ্যমে তাদের আর্থিক সাহায্যপুষ্ট প্রকল্পের মূল্যায়ন করাচ্ছে  । উপকূলবর্তী সম্প্রদায়ের উন্নয়ন প্রকল্প যার মধ্যে অন্তর্ভুক্ত   ।

রাজ্য সভায় আজ লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন দফতরের প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর ।

 

CG/AP/RAB


(Release ID: 1737205) Visitor Counter : 174


Read this release in: English , Urdu , Punjabi , Tamil