সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

ভারী গাড়ি চালকদের প্রশিক্ষণ

Posted On: 19 JUL 2021 3:57PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ জুলাই, ২০২১   

 

সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক দেশজুড়ে ২০০২-০৩ অর্থবছর থেকে ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট(ডিটিআই) স্থাপনের কর্মসূচি রূপায়িত করছে । এই কর্মসূচির নাম বদল করে করা হয়েছে ইনস্টিটিউট অফ ড্রাইভিং, ট্রেনিং অ্যান্ড রিসার্চ (আইডিটিআর)। দ্বাদশ পরিকল্পনা সময়ে ২০১২-১৭-য়  এই পরিকল্পনা রূপায়নে কেন্দ্রীয় আর্থিক সহায়তার পরিমান ১৭ কোটি টাকা । এর জন্য জমি প্রয়োজন ১০ একর । দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় দ্বিতীয় ধাপ হিসেবে একটি নতুন উপাদান  যুক্ত করা হয়েছে । এর জন্য  ৫ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে এবং ৩ একর জমিতে রিজিওনাল ড্রাইভিং ট্রেনিং সেন্টার (আরডিটিসি) গড়া হবে । আইডিটিআর-এর আর্থিক বরাদ্দ চতুর্দশ অর্থচক্রে ১৭ কোটি থেকে বাড়িয়ে ১৮.৫০ কোটি করা হয়েছে ।

এই কর্মসূচির মূল লক্ষ্য একটি পরিপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা, যেখানে  থাকবে ড্রাইভিং টেস্ট ট্র্যাক । সেখানে বাণিজ্যিক গাড়ির চালকরা উপযুক্ত প্রশিক্ষণ পাবেন । সড়ক এবং পরিবেশ সুরক্ষার উন্নতি হবে এবং সড়ক চলাচলের সার্বিক উন্নতি হবে । এই প্রতিষ্ঠানগুলির প্রধান কাজগুলি হল –

•           ভারী গাড়ি চালনায় প্রশিক্ষণ পাঠ্যক্রম  

•           হাল্কা গাড়ি চালনায় প্রশিক্ষণ পাঠ্যক্রম

•           বেসরকারি ড্রাইভিং বিদ্যালয়গুলির প্রশিক্ষকদের প্রশিক্ষণ শিবির চালনা

•           ঝুঁকি সম্পন্ন পণ্যের সুরক্ষিত পরিবহন বিষয়ে ৩ দিনের প্রশিক্ষণ পাঠ্যক্রম

•           ঝুঁকিপূর্ণ পণ্যের সুরক্ষিত পরিবহনের বিষয়ে ১দিনের রিফ্রেশার প্রশিক্ষণ পাঠ্যক্রম

•           যেসমস্ত চালক চাকুরিরত তাদের জন্য তাৎক্ষণিক প্রশিক্ষণ পাঠ্যক্রম

•           বিভিন্ন সংস্থার দ্বারা চালকদের পরীক্ষা এবং মনোনয়ন

এপর্যন্ত বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মন্ত্রক ৩১টি আইডিটিআর এবং ৬টি আরডিটিসি-কে অনুমোদন দিয়েছে । পশ্চিমবঙ্গে যশোর রোডে আইডিটিআর এবং কলকাতায় আরডিটিসি-কে অনুমোদন দিয়েছে মন্ত্রক ।

রাজ্যসভায় আজ লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী শ্রী নীতীন জয়রাম গড়করি ।  

 

CG/AP/RAB



(Release ID: 1737203) Visitor Counter : 141