পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
সরকার ইথালন কারখানা গড়ে তুলতে উৎসাহ দিচ্ছে
Posted On:
19 JUL 2021 3:19PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ জুলাই, ২০২১
কেন্দ্রের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই উদ্যোগপতিরা দেশের যে কোন জায়গায় ইথানল কারখানা বসাতে পারে । তবে, ইথানল কারখানা বসানোর জন্য রাজ্য, পরিবেশ, বন, এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ইত্যাদির বিভিন্ন বিধিবদ্ধ ছাড়পত্র নিতে হবে । পাশাপাশি ডিএফপিডি একটি কর্মসূচি রূপায়ণ করছে যেখানে ৫ বছরের জন্য ব্যাঙ্কগুলিকে দেওয়া সুদের ৫০ শতাংশ অথবা ৬ শতাংশ হারে ভর্তুকি মকুব যেটি কম হবে সেটির সুবিধা পাওয়া যাবে । যার মধ্যে ১ বছরের জন্য কোন সুদ দিতে হবে না ।
কেন্দ্রীয় সরকার দেশের কোথাও নিজেরা কোন ইথানল কারখানা বসাচ্ছে না । তবে, সরকার ইথানল কারখানা বসাতে উৎসাহ দিচ্ছে ।
লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য জানান, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি ।
CG/AP/RAB
(Release ID: 1737201)
Visitor Counter : 191