ইস্পাতমন্ত্রক

রাষ্ট্রয়ত্ত ইস্পাত সংস্থা গুলি ১৫৫৪ শয্যা বিশিষ্ট বৃহৎ আকারের কোভিড হাসপাতাল চালু করেছে

Posted On: 19 JUL 2021 2:49PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ জুলাই, ২০২১

 

রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা গুলি দেশে বৃহৎ মাপের করোনা হাসপাতাল চালু করেছে। করোনা জনিত অতিমারি পরিস্থিতিতে ইস্পাত সংস্থা গুলি নিজেদের সংস্থার অভ্যন্তরে সম্পূর্ণ নিজস্ব সম্পদকে কাজে লাগিয়ে এই হাসপাতাল গড়ে তুলেছে। এজন্য সরকারের পক্ষ থেকে তাদের কোন আর্থিক সহায়তা করা হয়নি।

রাষ্ট্রয়ত্ত সংস্থাগুলির মধ্যে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড বিশাখাপত্তনমে ৪৪০ শয্যার একটি করোনা হাসপাতাল চালু করেছে।

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেল, বোকারোতে ৫০০ শয্যা বিশিষ্ট, ভিলাইতে ১১৪ শয্যাবিশিষ্ট, রাউরকেল্লা এবং বার্নপুর যথাক্রমে ১০০ ও ২০০ শয্যা বিশিষ্ট এবং দুর্গাপুরে ২০০ শয্যার হাসপাতাল চালু করেছে। এই দুটি রাষ্ট্রায়ত্ত সংস্থা মিলিয়ে যে ৬ টি করোনা চিকিৎসার হাসপাতাল গড়ে তুলেছে, সেখানে মোট শয্যা সংখ্যা হচ্ছে, ১ হাজার ৫৫৪। 

আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী শ্রী রাম চন্দ্র প্রসাদ সিং এই তথ্য জানিয়েছেন।

 

CG/ SB



(Release ID: 1736857) Visitor Counter : 115


Read this release in: English , Telugu , Urdu , Punjabi