প্রতিরক্ষামন্ত্রক

অতিরিক্ত আরও ১৪৭ জন ভারতীয় সেনা মহিলা আধিকারিককে স্থায়ী কমিশন দেওয়া হয়েছে

Posted On: 14 JUL 2021 5:59PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ জুলাই, ২০২১

 

ভারতীয় সেনাবাহিনীর মোট ১৪৭ জন অতিরিক্ত মহিলা শর্ট সার্ভিস কমিশনকে (এসএসসি) সুপ্রিম কোর্টের সংশোধিত নির্দেশ অনুযায়ী চলতি বছরের মার্চ মাসে স্থায়ী কমিশন দেওয়া হয়েছে বলে বুধবার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।
সুপ্রিম কোর্ট ২৫ মার্চ এক নির্দেশে জানিয়েছিল যে, মহিলা আধিকারিকদের স্থায়ী কমিশন দেওয়ার বিষয়ে সেনাবাহিনীর মূল্যায়ন বৈষম্যমূলক হয়েছে। মাননীয় সুপ্রীম কোর্টের নির্দেশ অনুযায়ী বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করার জন্য সেনাবাহিনীকে বলা হয়েছিল। যার ফলস্বরুপ, অতিরিক্ত আরও ১৪৭ জন মহিলা আধিকারিককে স্থায়ী কমিশনের জন্য বিবেচনা করা হয়। বাহিনীর ৬১৫ জন মহিলা আধিকারিক এর মধ্যে এ পর্যন্ত ৪২৪ জনকে স্থায়ী কমিশন দেওয়া হয়েছে।
প্রশাসনিক কারণে কয়েকজন মহিলা আধিকারিকের ফলাফল আটকানো হয়েছে এবং সুপ্রিমকোর্টে কেন্দ্রীয় সরকারের দায়ের করা পিটিশনের ফলাফলের ওপর অপেক্ষা করা হচ্ছে।
দেশের শীর্ষ আদালত ২০২০ সালের ফেব্রুয়ারিতে এক যুগান্তকারী রায়ে কেন্দ্রীয় এসএসসি কর্মকর্তাদের সেনাবাহিনীতে পোস্টিং সহ স্থায়ী কমিশন দেওয়া নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল। সেনাবাহিনীর মহিলা আধিকারিকদের স্ক্রিনিং করার জন্য ২০২০ সালের সেপ্টেম্বরে একটি বিশেষ বোর্ড গঠন করা হয়েছিল। ওই বছরের নভেম্বরে স্ক্রিনিংয়ের ফলাফল ঘোষণা করা হয়েছিল।
স্থায়ী কমিশন না পেয়ে মহিলা আধিকারিকরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
শেষ পর্যন্ত শীর্ষ আদালতের রায় মহিলা আধিকারিকদের অনুকূলে যায়।
এদিকে, প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে যে, যেসব মহিলা এসএসসি আধিকারিককে সেনাবাহিনীর সিলেকশন বোর্ড বিবেচনা করেছিল, কিন্তু স্থায়ী কমিশন মঞ্জুর করেনি তাঁরা ন্যূনতম ২০ বছর চাকরি করলে পেনশনের আওতায় আসবেন।

 

CG/ SB



(Release ID: 1735690) Visitor Counter : 147


Read this release in: English , Hindi , Urdu , Tamil