স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা সম্পর্কে অসত্য ও প্রকৃত তথ্য


কোভিড-১৯ এ মৃত্যুর ক্ষেত্রে এইচএমআইএস এবং সিআরএস ডেটার তুলনামূলক সূত্রগুলি অসত্য ও অনুমানমূলক

ভারতে কোভিড-১৯ এ মৃত্যুর পরিসংখ্যান নথিভুক্তিকরণে এক উপযুক্ত ব্যবস্থা রয়েছে

Posted On: 14 JUL 2021 11:24AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ জুলাই, ২০২১

 

এক শ্রেণীর সংবাদ মাধ্যমে জাতীয় স্বাস্থ্য মিশনের হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এইচএমআইএস) থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে কোভিড-১৯ এর দরুণ উচ্চ হারে মৃত্যুর সংখ্যা সম্পর্কে অসত্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা নির্ধারণে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম (সিআরএস) এবং এইচএমআইএস থেকে প্রাপ্ত তথ্যের তুলনা করা হয়েছে। এ ধরনের প্রতিবেদনগুলি উপযুক্ত কোনও তথ্য-ভিত্তি ছাড়াই সম্পূর্ণ অনুমানের ভিত্তি করে প্রকাশিত হয়েছে। 

এইচএমআইএস ব্যবস্থায় মৃত্যুর সংখ্যা উল্লেখ করে গণমাধ্যমের প্রতিবেদনগুলিতে আরও বলা হয়েছে যে, অন্যান্য উপযুক্ত তথ্য না থাকার দরুণ এই মৃত্যুগুলিকেও কোভিড-১৯ এ মৃত্যু হয়েছে বলে মনে করা উচিৎ। গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২.৫ লক্ষেরও বেশি মৃত্যুর ঘটনায় নির্দিষ্ট কোনও কারণ জানা যায়নি। তাই, অন্য কোনও কারণে মৃত্যুর ঘটনাকে উপযুক্ত তথ্যের প্রমাণ ছাড়াই কোভিড-১৯ এর কারণে মৃত্যু বলে উল্লেখ করা না কেবল অনুমান, বরং কল্পনার বহিঃপ্রকাশ মাত্র।

মন্ত্রকের পক্ষ থেকে পুনরায় জানানো হচ্ছে যে, কোভিড সম্পর্কিত তথ্য লিপিবদ্ধ ও নথিভুক্তকরণে সম্পূর্ণ স্বচ্ছতা মেনে চলা হয়েছে। এমনকি, কোভিড-১৯ এ মৃত্যুর সমস্ত ঘটনা নথিভুক্তিকরণে যথোপযুক্ত ব্যবস্থা রয়েছে। এইচএমআইএস ব্যবস্থায় যাবতীয় তথ্য নিয়মিত ভিত্তিতে আপডেট করার দায়িত্ব সম্পূর্ণ সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির। মৃত্যুর সংখ্যা আপডেট করার ক্ষেত্রে ধারাবাহিকতার অভাব এড়াতে ভারতীয় চিকিৎসা গবেষণা পর্ষদ (আইসিএমআর) কোভিড-১৯ এ সমস্ত মৃত্যুর ঘটনা ও পরিসংখ্যান যথোপযুক্ত পদ্ধতি মেনে নথিবদ্ধকরণের জন্য নীতি-নির্দেশিকা জারি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আইসিডি-১০ কোড বা পদ্ধতি অনুযায়ী মৃত্যুর ঘটনাগুলি লিপিবদ্ধ করা হয়ে থাকে। 

নীতি-নির্দেশিকা অনুযায়ী, মৃত্যুর সঠিক পরিসংখ্যান নথিভুক্তকরণের জন্য সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে যোগাযোগ করা হয়েছে। এমনকি, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকেও জেলা-ভিত্তিক আক্রান্তের ঘটনা এবং দৈনিক-ভিত্তিতে মৃত্যুর সংখ্যার ওপর নজরদারির জন্য উপযুক্ত ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর শুরু থেকেই গুরুত্ব দেওয়া হয়েছে। 

কোভিড মহামারীর মতো দীর্ঘ সময় ধরে চলতে থাকা জনস্বাস্থ্য ক্ষেত্রে জটিল পরিস্থিতির সময়ে মৃত্যুর পরিসংখ্যান নথিভুক্তিকরণে কিছু পার্থক্য থাকতেই পারে এবং এটা অত্যন্ত স্বাভাবিক। তাই, মৃত্যুর পরিসংখ্যান সম্পর্কে গবেষণাধর্মী যে কোনও সমীক্ষা নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করেই পরিচালিত হয়। গবেষণাধর্মী সমীক্ষার ক্ষেত্রে যে পন্থা-পদ্ধতি ব্যবহার করা হয়, তা অত্যন্ত যুক্তিসঙ্গত ও মৃত্যুর সংখ্যা নির্ধারণেও অত্যন্ত কার্যকর। 

 

CG/BD/SB


(Release ID: 1735429) Visitor Counter : 288