ভারতের প্রতিযোগিতা কমিশন

কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই) এবং জাপান ফেয়ার ট্রেড কমিশন (জেএফটিসি) – এর মধ্যে সহযোগিতাপত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন

Posted On: 08 JUL 2021 7:34PM by PIB Kolkata

নতুন দিল্লি৮ই জুলাই২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে  কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআইএবং জাপান ফেয়ার ট্রেড কমিশন (জেএফটিসি) – এর মধ্যে সহযোগিতাপত্র অনুমোদিত হয়েছে। এর ফলে প্রতিযোগিতামূলক আইন  নীতির বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।

প্রভাব :

অনুমোদিত সহযোগিতাপত্রটি তথ্য আদান প্রদানে সহায়ক হবে। এর ফলে সিসিআইজেএফটিসি – অভিজ্ঞতা থেকে বিভিন্ন বিষয়ে ধারণা পাবেযার মাধ্যমে সিসিআই –এর দক্ষতা বাড়বে। এই সহযোগিতাপত্র ২০০২ সালের কম্পিটিশন অ্যাক্ট প্রয়োগের কাজে সহায়ক হবে। এর ফলে উপভোক্তরা সার্বিকভাবে উপকৃত হবেন এবং প্রতিযোগিতার ক্ষেত্রে সাম্য  সমন্বিত পরিস্থিতির উন্নতি হবে।

বিস্তারিত :

প্রতিযোগিতামূলক আইনের ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা দৃঢ় হবে। প্রযুক্তিগত সহযোগিতাঅভিজ্ঞতা এবং সহযোগিতার আদান প্রদানের মত  বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি হবে।

প্রেক্ষাপট :

২০০২ সালে কম্পিটিশন অ্যাক্টের ১২ নম্বর ধারা অনুযায়ী সিসিআই তার দায়িত্ব পালনে  বিদেশের যে কোনো সংস্থার সঙ্গে সমঝোতা করতে পারবে।

 

CG/CB/SFS



(Release ID: 1734038) Visitor Counter : 184