অর্থমন্ত্রক
চলতি বছরের জুন মাসে পণ্য ও পরিষেবা কর সংগ্রহ
Posted On:
06 JUL 2021 2:46PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৬ জুলাই, ২০২১
চলতি বছরের জুন মাসে ৯২ হাজার ৮৪৯ কোটি টাকা পণ্য ও পরিষেবা কর সংগ্রহ হয়েছে। এরমধ্যে রাজ্য পণ্য ও পরিষেবা কর ২০ হাজার ৩৯৭ কোটি টাকা, কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর ১৬ হাজার ৪২৪ কোটি টাকা, সুসংহত পণ্য ও পরিষেবা কর ৪৯ হাজার ৭৯ কোটি টাকা (পণ্য আমদানির ওপর সংগৃহীত আয় ২৫ হাজার ৭৬২ কোটি টাকা সহ) এবং সেস বাবদ ৬ হাজার ৯৪৯ কোটি টাকা (পণ্য আমদানিতে সংগৃহীত ৮০৯ কোটি টাকা) আয় হয়েছে। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত দেশের অভ্যন্তরে লেনদেন থেকে পণ্য ও পরিষেবা কর সংগ্রহের পরিমাণ এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কোভিড-১৯ অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের জেরে চলতি বছরের জুন মাসে রিটার্ন দাখিলের সময়সীমায় ১৫ দিনের জন্য ছাড় দেওয়া হয়। এতে করদাতাদের বিশেষ সুবিধা হয়েছে। ৫ কোটি টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়েছে।
চলতি বছরের এ মাসে মাসে সরকার নিয়মমাফিক সমঝোতা হিসেবে সুসংহত পণ্য ও পরিষেবা কর থেকে কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর-তে ১৯ হাজার ২৮৬ কোটি টাকা এবং রাজ্য পণ্য ও পরিষেবা কর-তে ১৬ হাজার ৯৩৯ কোটি টাকা মিটিয়েছে।
জুন মাসে পণ্য ও পরিষেবা কর সংগ্রহ গত বছরের জুন মাসের তুলনায় ২ শতাংশ বেশি হয়েছে।
টানা ৮ মাস পণ্য ও পরিষেবা কর সংগ্রহ ১ লক্ষ কোটি টাকা'র বেশি হলেও, জুন মাসে তা ১ লক্ষ কোটি টাকা'র নিচে নেমে এসেছে । কারণ মে মাসে ব্যবসায়িক লেনদেনের সঙ্গে জড়িয়ে রয়েছে জুন মাসের পণ্য ও পরিষেবা কর সংগ্রহের পরিমাণ । এই সময়ে অতিমারীর জেরে বেশিরভাগ রাজ্যে সম্পূর্ণ অথবা আংশিক লকডাউন ছিল।
চলতি বছরের এপ্রিল মাসে ৫.৮৮ কোটি ই-ওয়ে বিল তৈরি হলেও মে মাসে তা ৩০ শতাংশ কমে ৩.৯৯ কোটি হয়েছে। তবে জুন মাসে লকডাউনে কিছু ছাড় দেওয়ায় এবং সংক্রমণ কমতে থাকায় এই ই-ওয়ে বিলের পরিমাণ ৫.৫ কোটিতে দাঁড়িয়েছে।তাই ব্যবসা-বাণিজ্য পুনরায় ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তা এর থেকেই ইঙ্গিত মিলেছে। তবে এপ্রিল মাসে প্রথম দু সপ্তাহে ই-ওয়ে বিলের দৈনিক গড় ছিল ২০ লক্ষ, যা এপ্রিলের শেষ সপ্তাহে ১৬ লক্ষে নেমে আসে এবং ৯ থেকে ২২ মে'এর মধ্যে দুই সপ্তাহে আরও কমে ১২ লক্ষ হয়ে দাঁডায়। এরপরে, দৈনিক ই-ওয়ে বিলের গড় পুনরায় বৃদ্ধি পায় এবং ২০ জুনের শুরু থেকে সাপ্তাহিক ই-ওয়ে বিলের পরিমাণ আবারও ২০ লক্ষে পৌঁছোয়। সুতরাং আশা করা যাচ্ছে যে জুন মাসে পণ্য ও পরিষেবা কর সংগ্রহের পরিমাণ কিছুটা কম হলেও জুলাই মাসে তা আরও বৃদ্ধি পাবে।
CG/SS/NS
(Release ID: 1733241)
Visitor Counter : 250