স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে ডাঃ হর্ষবর্ধন কৃতজ্ঞতাজ্ঞাপন সপ্তাহের সূচনা করে চিকিৎসক মহলের উদ্দেশে ভাষণ দিয়েছেন
Posted On:
01 JUL 2021 1:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ জুলাই, ২০২১
জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ হর্ষবর্ধন আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশিষ্ট চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানের অধ্যাপক ও চিকিৎসা সমাজের বিশিষ্ট ব্যক্তিদের এক বৈঠকে ভাষণ দেন। ইন্টিগ্রেটেড হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং কাউন্সিলের পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন করা হয়।
জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে চিকিৎসক মহলকে শুভেচ্ছা জানিয়ে ডাঃ হর্ষবর্ধন যে সমস্ত করোনা যোদ্ধা নিজের জীবন উৎসর্গ করেছেন তাঁদের কথা স্মরণ করেন। তিনি আরও বলেন, জাতীয় চিকিৎসক দিবসে সাধারণত, চিকিৎসক মহলের সাহসিকতা ও অদম্য ইচ্ছার মানসিকতাকে উদযাপন করা হয়। কিন্তু, এবার মহামারীর দরুণ চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত এমন অনেকে প্রয়াত হয়েছেন, যাঁদের জন্য ব্যক্তিগতভাবে আমি এবারের শিক্ষক দিবস উদযাপন থেকে নিজেকে বিরত রেখেছি। একদিকে তাঁদের মৃত্যু যেমন নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, অন্যদিকে তেমনই সমগ্র চিকিৎসা সমাজের কাছে অত্যন্ত গর্বের ও প্রেরণার বিষয়।
ডাঃ হর্ষবর্ধন বলেন, চাইলে অনেক চিকিৎসকই মহামারীর সময় বাড়িতেই থাকতে পারতেন। কিন্তু, কোনও চিকিৎসকই এরকম করেননি। পরিবর্তে, প্রবীণ এবং অবসরপ্রাপ্ত চিকিৎসকরাও স্বেচ্ছায় এগিয়ে এসেছেন এবং আরও একবার মহৎ মানবসেবার কাজে নিজেদের নিয়োজিত করেছেন। চিকিৎসা পড়ুয়ারাও বিরাট সংখ্যায় মহামারীর সময় মানবসেবার কাজে নিযুক্ত হয়েছেন। জীবনের ঝুঁকি নিয়েও তাঁরা দেশের স্বার্থে এগিয়ে এসেছেন।
চিকিৎসা পেশাকে প্রায়শই মহান কর্তব্যের সঙ্গে এবং চিকিৎসকদের রোগীরা ঈশ্বরের সঙ্গে তুলনা করে থাকেন। কোভিড-১৯ মহামারী এই আপ্তবাক্যকে আরও একবার প্রতিষ্ঠিত করেছে বলে উল্লেখ করে ডাঃ হর্ষবর্ধন বলেন, ‘আপনাদের সকলের সেবার মনোভাব, আপনাদের সম্মিলিত প্রচেষ্টা এবং আপনাদের অদম্য ইচ্ছাশক্তির ফলেই গুরুতর বিপদের কবল থেকে বহু মানুষের জীবন রক্ষা হয়েছে’।
ডাঃ হর্ষবর্ধন চিকিৎসকদের পরামর্শ দিয়ে বলেন, কোভিড মহামারীকে পরাজিত করতে এবং রোগীদের চিকিৎসার সময় প্রত্যেক চিকিৎসককে যাবতীয় সুরক্ষাবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। খেয়াল রাখতে হবে, যাতে কোনও চিকিৎসক বা স্বাস্থ্য কর্মী সংক্রমণের শিকার না হন। তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে আর কোনও করোনা যোদ্ধার মৃত্যু বহনে অসমর্থ্য। আমার কাছে প্রত্যেকের মৃত্যুই অত্যন্ত বেদনাদায়ক”।
জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রী চিকিৎসকের পরিবারের সদস্যদেরও ধন্যবাদ দেন। তিনি বলেন, পরিবার ও আত্মীয়স্বজনদের কাছ থেকে দীর্ঘ সময় দূরে থেকেও চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে মহৎ মানবসেবায় নিজেদের অবিচল রেখেছিলেন। সমাজের প্রতি শৌর্য ও নিঃস্বার্থ সেবার নজিরবিহীন দৃষ্টান্ত রাখার জন্য ডাঃ হর্ষবর্ধন সমস্ত চিকিৎসক মহলকে ধন্যবাদ জানান।
CG/BD/SB
(Release ID: 1732069)
Visitor Counter : 326