আইনওবিচারমন্ত্রক

বিচার বিভাগ এনফোর্সিং কন্ট্রাক্টস পোর্টাল চালু করেছে

प्रविष्टि तिथि: 29 JUN 2021 11:31AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ জুন, ২০২১

 

বিচার বিভাগের উদ্যোগে এনফর্সিং কনট্র্যাক্টস পোর্টাল চালু করা হয়েছে। গতকাল বিচার বিভাগের সচিব শ্রী বরুণ মিত্র দিল্লিতে এই পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই পোর্টাল এর বৈশিষ্ট্য হচ্ছে-

দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এবং কলকাতার আদালত গুলিতে বাণিজ্যিক মামলার ওপর সর্বশেষ তথ্য সরবরাহ করবে।

বাণিজ্যিক মামলাগুলির মধ্যস্থতা এবং নিষ্পত্তির বিষয়ে তথ্য জানাবে।

ই-ফাইলিং এবং অন্যান্য অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করার জন্য অ্যাক্সেস সরবরাহ করবে।

এনফোর্সিং কন্ট্রাক্টস একটি প্রয়োজনীয় ক্ষেত্র যা মানসম্মত। বাণিজ্যিক বিতর্ক সমাধানের জন্য বিচার বিভাগকে সহায়তা করবে।

 

CG/ SB


(रिलीज़ आईडी: 1731247) आगंतुक पटल : 306
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi