প্রতিরক্ষামন্ত্রক

সেনাপ্রধান সিমলায় সেনা প্রশিক্ষণ কমান্ড পরিদর্শন করেছেন

प्रविष्टि तिथि: 25 JUN 2021 4:43PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ জুন, ২০২১

 

সেনাপ্রধান জেনারেল এম এম নারভানে আজ সিমলায় সেনা প্রশিক্ষণ কমান্ড

(এআরটিআরএসি) পরিদর্শন করেছেন।

এদিন তাঁকে কৌশলগত, সামরিক, মতবাদগত সংশোধন, অভিযান সম্পর্কিত প্রস্তুতি এবং প্রশিক্ষণ পাঠক্রম সম্পর্কে অবহিত করা হয়।

সেনাপ্রধান সেনাবাহিনীর কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে পেশাদার সামরিক শিক্ষাকে আরও সমসাময়িক এবং বর্তমান সময়ে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য উপযোগী হিসাবে করে তোলার ওপর গুরুত্ব দেন।

জেনারেল নারভানে হিমাচল প্রদেশের রাজ্যপাল শ্রী বান্দারু দত্তত্রয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে পারস্পরিক আলোচনা করেন।

পরে সেনাপ্রধান এবং আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ২০২০ সালের জুন মাসে উত্তর সীমান্তের লাদাখের গলওয়ানে উপত্যকায় সংঘর্ষের ঘটনায় নিহত শহীদ সিপাহী অঙ্কুশের নিকট আত্মীয়দের হাতে মরণোত্তর সেনা পদক প্রদান করেন।

আগামীকাল, ২৬ জুন সেনাপ্রধানের নতুন দিল্লি ফিরে আসার কথা।

 

CG/ SB


(रिलीज़ आईडी: 1730407) आगंतुक पटल : 254
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Tamil