আইনওবিচারমন্ত্রক

শ্রী সত্যেন বৈদ্য হিমাচল প্রদেশ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হয়েছেন

Posted On: 25 JUN 2021 2:16PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ জুন, ২০২১

 

ভারতের রাষ্ট্রপতি তাঁর ক্ষমতা মোতাবেক সংবিধানের ২২৪ অনুচ্ছেদের এক নম্বর ধারা অনুযায়ী শ্রী সত্যেন বৈদ্যকে হিমাচল প্রদেশ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। দু'বছরের জন্য তাঁকে এই দায়িত্বভার দেওয়া হয়েছে।

শ্রী সত্যেন বৈদ্য, একজন বিএ এবং এলএলবি ডিগ্রি প্রাপ্ত আইনজীবী, যিনি ১৯৮৬ সালের ৩ নভেম্বর থেকে সিমলা জেলা আদালতের সঙ্গে যুক্ত হন। তাঁর ৩১ বছরের অভিজ্ঞতায় ১৯৮৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত সিমলা জেলা আদালতের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর ২০০৯ সাল থেকে তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টে  দেওয়ানী,  ফৌজদারী, সাংবিধানিক এবং সালিশি সংক্রান্ত বিষয় যুক্ত ছিলেন।

 

CG/ SB



(Release ID: 1730366) Visitor Counter : 133