মানবসম্পদবিকাশমন্ত্রক
আইআইটি দিল্লির উদ্ভাবিত কোভিড-১৯ নমুনা পরীক্ষার র্যাপিড অ্যান্টিজেন কিট চালু করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় ধোত্রে
Posted On:
25 JUN 2021 2:59PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ জুন, ২০২১
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় ধোত্রে আইআইটি দিল্লির উদ্ভাবিত কোভিড-১৯ নমুনা পরীক্ষার র্যাপিড অ্যান্টিজেন কিট চালু করেছেন। আইআইটি দিল্লির ইন্সটিটিউটস্ সেন্টার ফর বায়োমেডিকেল ইঞ্জিয়ারিং-এর অধ্যাপক ডঃ হরপাল সিং-এর নেতৃত্বে একটি গবেষক দল এই কিট উদ্ভাবন করেছে।
এই প্রতিষ্ঠানের গবেষক এবং কিট উৎপাদনের সঙ্গে যুক্ত শরিকদের অভিনন্দন জানিয়ে শ্রী ধোত্রে বলেছেন, “আমি অত্যন্ত আশাবাদী যে, এই প্রযুক্তি দেশে বর্তমানে চালু কোভিড নমুনা পরীক্ষায় এমন পরিবর্তন নিয়ে আসবে। এটা জেনে আমি অত্যন্ত গর্বিত যে, আইআইটি দিল্লি তার নিজস্ব সম্পদ কাজে লাগিয়েই এই কিট উদ্ভাবন করেছে”।
আইআইটি দিল্লির গবেষক অধ্যাপক হরপাল সিং এবং ডঃ দীনেশ কুমারের প্রশংসা করে শ্রী ধোত্রে বলেছেন, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে দেশকে আত্মনির্ভর করে তুলতে আইআইটি দিল্লির এই উদ্যোগ প্রশংসনীয়। শ্রী ধোত্রে কোভিড-১৯ এর সময় আধুনিক নমুনা পরীক্ষার কিট উদ্ভাবনের জন্য দেশের অগ্রণী প্রতিষ্ঠানগুলির ভূমিকার প্রশংসা করেন। প্রযুক্তি ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নমূলক কাজকর্মের জন্য তিনি আইআইটি দিল্লির ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনের মাধ্যমে দেশকে আত্মনির্ভর করে তোলার ওপর অগ্রাধিকার দিচ্ছে। জাতীয় শিক্ষা নীতি, জাতীয় গবেষণা নীতি, প্রধানমন্ত্রী রিসার্চ ফেলোশিপের মতো উদ্যোগ গ্রহণ করে গবেষণাধর্মী কাজকর্মের প্রসারে যে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তার ফলে দেশে গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রের মান আরও বাড়বে। তিনি বলেন, সম্পদ সৃষ্টির ক্ষেত্রে প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই, আইআইটি-র মতো অগ্রণী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলি এক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে। শ্রী ধোত্রে অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিজেদের ক্যাম্পাসে গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র গড়ে তোলার কথা বলেন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, গবেষণা ও উন্নয়নমূলক কাজকর্মের প্রসারে শিল্প সংস্থার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের যোগসূত্র আরও নিবিড় করতে হবে। সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিকে আরও জনপ্রিয় করে তুলতে শ্রী ধোত্রে বিজ্ঞানীদের মুদ্রণ সহ বিভিন্ন গণমাধ্যমে আরও বেশি করে লেখার পরামর্শ দেন।
এই উপলক্ষে আইআইটি দিল্লির অধিকর্তা অধ্যাপক ভি রামগোপাল রাও বলেন, এই প্রতিষ্ঠানটি ২০২০-র জুলাই মাসে ৩৯৯ টাকা মূল্যের আরটিপিসিআর কিট উদ্ভাবন করে। স্বল্প মূল্যের এই নমুনা পরীক্ষার কিট উদ্ভাবনের ফলে নমুনা পরীক্ষার খরচ অনেকটাই কমে এসেছে। তাঁর প্রতিষ্ঠানের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তিকে কাজে লাগিয়ে এখনও পর্যন্ত ৮০ লক্ষেরও বেশি পিপিই কিট সরবরাহ করা হয়েছে। অ্যান্টিজেন-ভিত্তিক নতুন এই র্যাপিড নমুনা পরীক্ষার কিট গ্রামাঞ্চলে নমুনা পরীক্ষার খরচ আরও কমাতে সাহায্য করবে। সেই সঙ্গে, এই পদ্ধতিতে নমুনা পরীক্ষা আরও বেশি সহজ হয়ে উঠবে।
অধ্যাপক হরপাল সিং জানান, ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদের স্বীকৃতিপ্রাপ্ত নতুন এই র্যাপিড অ্যান্টিজেন নমুনা পরীক্ষার কিটে সার্স-কভ-২ অ্যান্টিজেন নিরূপণের বিশেষ পদ্ধতি রয়েছে। এর ফলে, র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে নমুনা পরীক্ষা সাধারণ মানুষের কাছে আরও সহজতর হয়ে উঠবে। এমনকি, নতুন এই কিটে যে ভিট্রো ডিটেকশন বা করোনা ভাইরাস নিরূপণ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, তার ফলে নমুনা পরীক্ষার সূক্ষ্মাতিসূক্ষ্ম বিবরণগুলি সহজেই হাতের কাছে পাওয়া যাবে। তিনি জানান, ১০০ শতাংশ দেশীয় প্রযুক্তিতে র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে এই নমুনা পরীক্ষার কিট উদ্ভাবন ও তৈরি করা হয়েছে।
CG/BD/SB
(Release ID: 1730362)
Visitor Counter : 257