পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
ভারতে পেরোল সম্পর্কিত প্রতিবেদন – এক প্রচলিত কর্মসংস্থানমূলক আভাস
Posted On:
25 JUN 2021 12:22PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ জুন, ২০২১
কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের পক্ষ থেকে ২০১৭’র সেপ্টেম্বর থেকে ২০২১ – এর এপ্রিল পর্যন্ত সময়ে দেশে কর্মসংস্থানের আভাস সম্পর্কিত প্রেস নোট জারি করেছে। নির্দিষ্ট কয়েকটি সরকারি সংস্থার কাছে থাকা প্রশাসনিক রেকর্ডের ভিত্তিতে কর্মসংস্থানমূলক এই প্রেস নোট জারি করা হয়েছে।
CG/BD/SB
(Release ID: 1730358)
Visitor Counter : 154